সারদা চিটফান্ড প্রতারণা মামলার মূল হোতা সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ।
শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। তাহলে কেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে না? কেন হেফাজতে নিয়ে তদন্ত করা হবে না?’
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ তুলে কুনাল দাবি করেন, ‘নিরপেক্ষ তদন্ত হচ্ছে না বলেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
তার দাবির সমর্থনে কুনাল এদিন সাংবাদিকদের সামনে সুদীপ্ত সেনের পেশ করা অভিযোগের আদালতের সার্টিফায়েড কপি দেখান।
জয়ন্ত বেরা নামের সারদা চিট ফান্ডের এক এজেন্ট সুদীপ্ত সেনসহ ৫ জনের বিরুদ্ধে হাওড়া সাঁতরাগাছি থানায় অভিযোগ করা হয়েছিল। ওই মামলার শুনানিতে শুক্রবার কলকাতার বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে আসেন সুদীপ্ত সেন।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘শুভেন্দু অধিকারীকে কবে, কোথায়, কত টাকা দিয়েছি, তা বিস্তারিত আদালতকে জানিয়েছি। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্ল্যান পাস করার জন্য টাকা দিয়েছিলাম। ব্ল্যাকমেইল করে অনেক টাকা নিয়েছেন শুভেন্দু।’
শুধু সাংবাদিকদের সামনে শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ করা নয়, সুদীপ্ত সেন আগেই এ বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন।
এরপর সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর গ্রেপ্তারের দাবি তোলেন কুনাল।
যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘তদন্ত চলছে। তবে কারা এ বিষয়ে যুক্ত, আমরা ছবিতে দেখেছি। জেলেও গিয়েছিলেন কয়েকজন। কারা যুক্ত, কোথায় টাকা গেছে, বাংলার মানুষ সব জানেন।’
সুকান্তের দাবি, ‘সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে তার মুখ দিয়ে শুভেন্দুর নাম বলানো হচ্ছে।’