বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানের ভূমিকম্পে ৩০ পাকিস্তানির মৃত্যু

  •    
  • ২৩ জুন, ২০২২ ১১:২৫

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালানোর সময় উপজাতি সম্প্রদায়ের অনেকে বাস্তুচ্যুত হয়ে আফগানিস্তানে আশ্রয় নেন। সম্প্রতি আফগানিস্তানে আঘাত করা শক্তিশালী ভূমিকম্পে হতাহতের মধ্যে ঘর হারানো এই পাকিস্তানিও রয়েছেন।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৬.১ ভূমিকম্পে এরই মধ্যে হাজারের বেশি মারা গেছেন। আহত হয়েছেন দেড় হাজারেও বেশি। উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে সংস্থাটি বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছে ১৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে।

এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ভূমিকম্পে ৩০ জন পাকিস্তানি উপজাতিও মারা গিয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর ‘জাবর-ই-আজব’ অভিযানের সময় তারা বাস্তুচ্যুত হয়ে আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল।

একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ অস্থায়ীভাবে আলওয়ার মান্ডির পাক-আফগান সীমান্ত খুলে দিলে নিহত ৩০ জনের মরদেহ পাকিস্তানে ফিরিয়ে আনা হবে।

এ ছাড়া আহত পাকিস্তানিদের পরিবহনের জন্য গুলাম খান সীমান্তে ব্যবস্থা করা হয়েছে।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহ স্থানান্তর এবং আহতদের চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের রেশনও দেয়া হচ্ছে।

এদিকে ভূকম্পনের ফলে দাতাখেল তহসিলে চেকপোস্ট ধসে এক পাকিস্তানি সেনা নিহত ও দুজন আহত হয়েছেন।

পাকিস্তানের মারওয়াত জেলার পেজু এলাকায় ভূমিকম্পে বাড়ির ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন স্থানীয় এক ফুটবলার।

এ বিভাগের আরো খবর