বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানের ভূমিকম্পে মৃত্যু হাজার ছাড়াল

  •    
  • ২২ জুন, ২০২২ ১৮:১১

দেশটিতে মঙ্গলবার রাতে ৬.১ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি-ঘর-স্থাপনা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

তালেবান সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

দেশটিতে মঙ্গলবার রাতে ৬.১ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি-ঘর-স্থাপনা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকতিকা প্রদেশের তথ্যপ্রধান মোহাম্মদ আমিন হাজিফি বলেন, এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫০০-এর বেশি মানুষ।

আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়েছেন। তারা এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ভূমিকম্পে কমপক্ষে ৯০টি ভবন ধ্বংস হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভূমিকম্পের ছবিগুলোতে দেখা যাচ্ছে, পাকতিকা প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোতে লোকজন দেখা যাচ্ছে।

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে। দুই দশকের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প আর আঘাত হানেনি দেশটিতে।

ভূমিকম্প নিয়ে কাজ করা সংস্থা ইএমএসসি জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল করিমি টুইটে বলেন, ‘দুর্ভাগ্যবশত গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে, যা আমাদের শত শত দেশবাসীকে হতাহত করেছে এবং বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস করেছে। আরও বিপর্যয় এড়াতে আমরা সব সাহায্য সংস্থাকে অবিলম্বে দুর্গত এলাকায় টিম পাঠাতে অনুরোধ করছি।’

এ বিভাগের আরো খবর