আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ১৫০ জন।
দেশটির একজন স্থানীয় কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভূমিকম্পের ছবিগুলোতে দেখা যাচ্ছে, পাকতিকা প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোতে লোকজন দেখা যাচ্ছে।
ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র বিলাল করিমি টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি প্রবল ভূমিকম্প হয়েছে, যা আমাদের শত শত দেশবাসীকে হত্যা ও আহত করেছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস করেছে।
‘আরো বিপর্যয় এড়াতে আমরা সব সাহায্য সংস্থাকে অবিলম্বে দুর্গত এলাকায় টিম পাঠাতে অনুরোধ করছি।’