ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতি পদে পছন্দ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন শাসল দল বিজেপি। সবকিছু চূড়ান্ত হলে, ওড়িশার আদিবাসী ৬৪ বছরের মুর্মু প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে।
ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি। তিনি ২০১৫-২০১৭ সাল পর্যন্ত বিহারের ছিলেন গভর্নর। আগামী জুলাই পাঁচ বছরের জন্য ভারতের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুর্মু ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই পদের জন্য একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে সেসময় বিহারের তৎকালীন গভর্নর রাম নাথ কোবিন্দ, যিনি দলিত সম্প্রদায়ের সদস্য তিনি এই পদের জন্য বিজেপির মনোনয়ন পেয়েছিলেন।
ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর দ্রৌপদী মুর্মু একজন কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে রায়রাংপুর জাতীয় উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারপারসন হন।
ওড়িশার দুই বারের বিজেপি এমএলএ (বিধায়ক) মুর্মু নবীন পট্টনায়েকের রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। বিজু জনতা দল বিজেডির হয়ে বিজেপির সমর্থনে তিনি রাজ্য শাসন করেছিলেন।