বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পেসএক্সের স্টারশিপ বহন করবে সেনা!

  •    
  • ২১ জুন, ২০২২ ০৯:৩৮

সামরিক বহরে স্টারশিপ যুক্ত করলে প্রশান্ত মহাসাগরে লজিস্টিক ডেলিভারির জন্য একটি ভালো বিকল্প হতে পারে। ফলে স্বল্প নোটিশে বিশ্বের যেকোনো জায়গায় যানবাহন, নির্মাণ সরঞ্জাম, সামরিক অন্যান্য গিয়ার এমনকি সেনা পাঠানোও যাবে।

২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি শহরের উত্তপ্ত একটি দিন। পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে। লিবিয়া নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও দেশটির ৩ জন ঠিকাদার অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উদ্ধারকারী দলের।

মেরিন সেনারা পৌঁছানোর আগেই তাদের হত্যা করা হয়।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রকাশ করা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সামরিক প্রতিবেদন অনুসারে বেনগাজির মতো অবরোধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাহিনীকে দ্রুত মোতায়েনের জন্য ইলন মাস্কের রকেট স্টারশিপকে সম্ভাব্য সামরিক যান হিসেবে বিবেচনা করা হয়েছিল।

পেন্টাগন চাইছিল, এমন এক সামরিক যান যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে ১ ঘণ্টারও কম সময়ে পৌঁছানো সম্ভব।

প্রকাশ করা নথিটি বেসামরিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও পেন্টাগনের ইউএস ট্রান্সপোর্টেশন কমান্ডের (ট্রান্সকম) একটি চুক্তিবিষয়ক।

ট্রান্সকমের পরিকল্পনা ছিল এমন একটি পেলোড সিস্টেম, যা হবে সি-১৭ হেলিকপ্টারের সমতুল্য। মাত্র ৪০ টনেরও কম, অর্থাৎ একটি আব্রামস মেইন ব্যাটল ট্যাংককে বিশ্বের যেকোনো জায়গায় ১ ঘণ্টার মধ্যে সরিয়ে আনার সক্ষমতা।

সামরিক বহরে স্টারশিপ যুক্ত করলে প্রশান্ত মহাসাগরে লজিস্টিক ডেলিভারির জন্য একটি ভালো বিকল্প হতে পারে। ফলে স্বল্প নোটিশে বিশ্বের যেকোনো জায়গায় যানবাহন, নির্মাণ সরঞ্জাম, সামরিক অন্যান্য গিয়ার এমনকি সেনা পাঠানোও যাবে।

তবে স্পেসএক্স এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ট্রান্সকম মুখপাত্র জন রস বলেছেন, সামরিক বাহিনী বিশ্বাস করে যে দ্রুত প্রতিক্রিয়া বাহিনী নিয়োজিত করতে সক্ষম এমন রকেট আগামী ৫-১০ বছরের মধ্যেই নিয়ে আসা সম্ভব।

যদিও বোকাচিকা লাঞ্চ প্যাডে ইলন মাস্কের স্টারশিপ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত একটি মাত্র প্রোটোটাইপের সফল অবতরণ হয়েছিল ২০২১ এর মে মাসে। বেশ কয়েকটি পরীক্ষায় স্টারশিপ বিস্ফোরণের ঘটনাও ঘটে।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছাড়াও স্পেসএক্স স্টারশিপ উৎক্ষেপণের ক্ষেত্রে ফেডারেল আমলাতন্ত্র এবং সাউথ টেক্সাসে বোকাচিকায় রকেট উৎক্ষেপণে কিছু প্রতিবন্ধকতা আছে।

গত সপ্তাহে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্পেসএক্সের স্টারশিপকে প্রাথমিক অনুমোদন দিয়েছে।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি মহাকাশে বাণিজ্যিক স্যাটেলাইট, স্পেস স্টেশনে ক্রু ও কার্গো পাঠিয়ে থাকে। এ ছাড়া বিশ্বব্যাপী স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংকের লো অরবিটাল স্যাটেলাইটও পাঠাচ্ছে তারা। সর্বশেষ নাসার চাঁদে পুনরায় মানুষ পাঠানোর প্রকল্প আর্টেমিসে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। তবে ইলন মাস্কের লক্ষ্য আরও বড়। তিনি মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চান।

জনপ্রিয় সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ ‘দ্য এক্সপেন্স’-এর মতো মানুষও যাতে মহাকাশনির্ভর সভ্যতা গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন ইলন মাস্ক। তারই অংশ হিসেবে স্পেসএক্স তৈরি করেছে বিশ্বের সর্ববৃহৎ রকেট স্টারশিপ।

এ বিভাগের আরো খবর