আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একাধিক গুলির শব্দ শোনা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিস্ফোরণের একটি ঘটেছে কাবুলের কার্তে পারওয়ান এলাকায় অবস্থিত শিখদের উপাসনালয় গুরুদুয়ারার সামনে।
শনিবার সকালে বিস্ফোরণের সময় গুরুদুয়ারায় বেশ কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন।
তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।
আফগানিস্তানের টোলো নিউজ এক টুইট বার্তায় বিস্ফোরণের ভিডিও প্রকাশ করলেও ঘটনার প্রকৃতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
ঘটনা তদন্তে নিরাপত্তা বাহিনী এরই মধ্যে সেখানে পৌঁছিয়েছে।
এর আগে এপ্রিলের শেষ দিকে আফগানিস্তানের কুন্দুজে ইমাম সাহেব জেলার এক মসজিদে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছিল।
এ ছাড়া এপ্রিলেই আলাদা ঘটনায় দেশটির চার জায়গায় বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে।
মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে প্রথম বিস্ফোরণ ঘটেছিল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত ৮৭ জন।
ইসলামিক স্টেস্ট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছিল।
তালেবান বলছে, তারা আইএসকে পরাজিত করেছে। কিন্তু গোষ্ঠীটি আফগানিস্তানের নতুন শাসকদের কাছে একটি গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আইএস দাবি করেছিল, মাজার-ই-শরিফ মসজিদে হামলায় তারা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরিত বুবি-ট্র্যাপড ব্যাগ ব্যবহার করেছে। গোষ্ঠীটির সাবেক নেতা ও মুখপাত্রকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বাকি তিনটি হামলার বিষয়ে তারা কিছু জানায়নি।
দ্বিতীয় হামলাটি হয়েছিল কুন্দুজের একটি পুলিশ স্টেশনের কাছে। গাড়িতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত চারজন প্রাণ হারান। আহত হয়েছেন ১৮ জন।
পূর্ব নাঙ্গারহার প্রদেশের একটি রাস্তায় হয় তৃতীয় হামলা। তালেবানের গাড়িতে মাইন বিস্ফোরণে নিহত হন চারজন। একজনের অবস্থা গুরুতর।