ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফানের সাথে জড়িত একটি ইসলামি শিলালিপির সন্ধান মিলেছে সৌদি আরবে। দেশটির হেরিটেজ কর্তৃপক্ষ নতুন প্রত্নতাত্ত্বিক খোঁজের বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ বলছে, হিজরতের ২৪তম বছরের (স্থানান্তর) শিলালিপিটি মক্কার প্রত্নতাত্ত্বিক স্থান ‘ওলায়া প্রাসাদ’ এলাকা থেকে আবিস্কার করেন প্রত্নতত্ত্ববিদ ইদ আল-ইয়াহিয়া ও তার দল।
ইসলামি শিলালিপির ওপর বিশেষজ্ঞ মুহাম্মদ আল-মাগদাউই এটির প্রাথমিক পাঠে অংশ নিয়েছিলেন।
هيئة التراث تقدم قراءة جديدة لنقش مرتبط بالخليفة عثمان بن عفان، المؤرخ بالسنة الرابعة والعشرين من الهجرة، حيث عُثر عليه من قبل عدد من المهتمين بالآثار ضمن حدود موقع قصر عليا الأثري التابع لمنطقة مكة المكرمة.https://t.co/DrCaNNnlvb#واس_جودة_الحياة pic.twitter.com/YzNEzEmDnm
— واس جودة الحياة (@SPAqualitylife) June 9, 2022এই সাফল্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক শিলালিপিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ঐতিহাসিক শিলালিপিটি ইসলামের ইতিহাসের শুরুর দিকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে যুক্ত।
সৌদি হেরিটেজ অথরিটির সুরক্ষা বিভাগের পরিচালক নায়েফ আল-কানৌ শিলালিপির পাঠোদ্ধার করেন। শিলালিপির প্রথম লাইনে বলা হয়েছে, ‘আমি জুহাইর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করি এবং একটি সময় লিখছি-হিজরি ২৪ সালে আমর বিন আফফান।’
#هيئة_التراث تقدم قراءة جديدة لنقش إسلامي يعود إلى عام 24 هجرياً؛ يوثّق أحد أهم الأحداث في التاريخ الإسلامي المبكر ويشير إلى ثالث الخلفاء الراشدين عثمان بن عفان رضي الله عنه. pic.twitter.com/OewFweuj6C
— هيئة التراث (@MOCHeritage) June 10, 2022শিলালিপিটি আল-উলা গভর্নরেটের জুহাইর শিলালিপির বিষয়বস্তুর অনুরূপ। যেখানে এর লেখক খলিফা ওমর ইবনে আল-খাত্তাবের মারা যাওয়ার সময়টি নথিভুক্ত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, এটি ইয়ানবু আল-নাখলে সালামাহ শিলালিপি (২৩ হিজরি) এবং আল-তে জুহাইর (২৪ হিজরি) শিলালিপির পর তৃতীয় প্রাচীন তারিখযুক্ত শিলা নথি।
#هيئة_التراث تم العثور على نقش إسلامي مرتبط بثالث الخلفاء الراشدين الخليفة #عثمان_بن_عفان رضي الله عنه المؤرخ (24هـ) ضمن حدود موقع قصر عليا الأثري التابع لمنطقة #مكة_المكرمة ونقش زهير في رابغ هو ثالث أقدم وثيقة صخرية مؤرخة للنقوش الإسلامية pic.twitter.com/9kZUvbeZwr
— ثامر الفرشوطي (@ALFarshooti) June 10, 2022উত্তর-পশ্চিম মক্কার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে একটি জরিপ পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি হেরিটেজ অথরিটি।