বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৌদি যাচ্ছেন বাইডেন

  •    
  • ১৫ জুন, ২০২২ ১০:১৭

ইসরাইল ও পশ্চিম তীর সফরের পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব যাবেন এবং প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করবেন। অথচ সালমানকেই প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় জামাল খাশোগজি হত্যার দায়ে অভিযুক্ত করেছিলেন বাইডেন, যদিও এ ঘটনায় যেকোনো সম্পৃক্ততার বিষয়ে শুরু থেকেই অস্বীকার করে আসছেন সালমান।

সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ সফরকালে দেশটির ক্রাউন প্রিন্স ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করতে পারেন।

যদিও প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সময় থেকে সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডের জন্য সালমানের সমালোচনা করে আসছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্টের এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী জুলাই মাসের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্য সফরে থাকবেন। শুরুতেই তিনি সৌদি আরবে যাচ্ছেন না।

ইসরাইল ও পশ্চিম তীর সফরের পরই তিনি সৌদি আরব যাবেন এবং সৌদি প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করবেন। সালমানকে প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় তিনি জামাল খাশোগজি হত্যার দায়ে অভিযুক্ত করেছিলেন।

২ অক্টোবর ২০১৮-তে ইস্তাম্বুলে দেশটির কনসুলেটের ভেতরেই সৌদি এজেন্টদের একটি দল সাংবাদিক খাশোগজিকে হত্যা করে এবং তার লাশ টুকরা টুকরা করে।

সৌদি কর্মকর্তারা প্রথমে দাবি করেছিলেন যে খাশোগজি ভবন ছেড়ে বেরিয়ে গেছেন। পরে দেশটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে নেয়।

এ ঘটনায় যেকোনো সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন সালমান।

রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনুমোদন ছাড়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্ত এজেন্টরা।

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, তিনি সৌদি আরবকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানাবেন।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সালমানের সঙ্গে আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের।

এ বিভাগের আরো খবর