বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাজ্যে অবৈধদের রুয়ান্ডা পাঠানো শুরু

  •    
  • ১৪ জুন, ২০২২ ১২:৩৯

প্রথম ফ্লাইটে ৩১ জন আশ্রয়প্রার্থীকে পাঠানোর কথা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান কেয়ারফরক্যালাইস এক টুইট বার্তায় জানিয়েছে, ২৩ জনের টিকিট বাতিল করা হয়েছে। যাদের রুয়ান্ডায় পাঠানো হচ্ছে তাদের মধ্যে আলবেনিয়ান, ইরাকি, ইরানি ও একজন সিরীয় রয়েছেন।

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আইনি লড়াইয়ের পরও দেশটিতে আশ্রয়প্রার্থীদের বহনকারী প্রথম বিমান রুয়ান্ডা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া মানুষদের বহনকারী একটি চার্টার্ড বিমান লন্ডন থেকে মঙ্গলবার কিগালিতে অবতরণ করবে।

দেশটির বিচারকরা নির্বাসনের বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যানের পরপরই এই পদক্ষেপ নিতে শুরু করে কর্তৃপক্ষ।

তবে এর বিরোধিতাকারীরা বলছে, আগামী মাসে এই নীতির বৈধতা সম্পর্কে পূর্ণ শুনানি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল।

প্রথম ফ্লাইটে ৩১ জন আশ্রয়প্রার্থীকে পাঠানোর কথা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান কেয়ারফরক্যালাইস এক টুইট বার্তায় জানিয়েছে, ২৩ জনের টিকিট বাতিল করা হয়েছে।

কেয়ারফরক্যালাইস বলছে, যাদের রুয়ান্ডায় পাঠানো হচ্ছে তাদের মধ্যে আলবেনিয়ান, ইরাকি, ইরানি ও একজন সিরীয় রয়েছেন।

এদিকে পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের প্রধান মার সেরওটকা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে জুলাইয়ের শুনানির জন্য অপেক্ষা করা উচিত ছিল। পরে সম্পূর্ণ শুনানিতে এমন পদক্ষেপ অবৈধ ঘোষণা হলে একটি আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হবে।

এদিকে শরণার্থীদের রুয়ান্ডা পাঠানোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সোমবার রয়্যাল কোর্ট অফ জাস্টিস ও হোম অফিসের বাইরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল।

জেনেভায়, জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি যুক্তরাজ্য সরকারের নীতিকে ভুল হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘অন্য দেশে তার দায়িত্ব রপ্তানি করা উচিত নয়।’

এদিকে চার্চ অফ ইংল্যান্ডের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মগুরু, ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবিসহ মোট ২৪ জন আর্চবিশপ টাইমস পত্রিকায় এই নীতির সমালোচনা করে লিখেছেন, ‘একটি জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত।’

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের দাবি বিপজ্জনক ও অবৈধভাবে যুক্তরাজ্যে আসার প্রবণতা কমাতেই এমন নীতি নিয়েছে সরকার। ফ্রান্স থেকে চ্যানেলের মাধ্যমে বিপজ্জনক অভিবাসন প্রচেষ্টা বন্ধ করতেই এই পদক্ষেপ।

এ বিভাগের আরো খবর