ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থপাচারের বিষয়ে ভারতের কংগ্রেসের রাহুল গান্ধীকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থপাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীর মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
এর আগে সোমবার ভারতের রাজধানী দিল্লির রাস্তায় কংগ্রেসের বিশাল বিক্ষোভের মধ্যেই দলটির নেতা রাহুল গান্ধী অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যান।
এ সময় দলের কর্মীরা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তদন্ত সংস্থার অফিসের দিকে এগিয়ে গেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
এদিকে দলের সভানেত্রী ও তার পার্লামেন্ট সদস্য ছেলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করাকে কংগ্রেস দেখছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক যুদ্ধ হিসেবে।
কংগ্রেসের পার্লামেন্ট সদস্য ও আইনজীবী অভিষেক মানু সিংভি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অর্থপাচারের কোনো প্রমাণ নেই।
যদিও ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।
এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা করা হয়েছে।
এই ইস্যুতে এরই মধ্যে কংগ্রেস নেতা মাল্লিকারজুম খারজ ও পাওয়ান বানসালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।