বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহানবীকে কটূক্তি: কুয়েতে বিক্ষোভ করে বিপাকে প্রবাসীরা

  •    
  • ১২ জুন, ২০২২ ২১:২৪

কুয়েতের আইনে বিদেশিদের সে দেশে বিক্ষোভ বা আন্দোলন করার অনুমতি নেই। তাই যারা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সে সঙ্গে কালো তালিকাভুক্তও করা হবে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে দেশ-বিদেশে তোপের মুখে আছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মা। ৩৭ বছরের এই নূপুরকে শাস্তির আওতায় আনতে চলছে বিভিন্ন স্থানে বিক্ষোভ।

এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এক কঠিন সিদ্ধান্ত নিল। রাজধানী কুয়েত সিটি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, শহরে এ ইস্যুতে প্রবাসীদের বিক্ষোভ কোনোভাবেই মেনে নেয়া হবে না। যারাই এ কাজ করবেন তাদের গ্রেপ্তার করা হবে। শুধু তা-ই নয়, তাদের দেশ থেকেও বের করে দেয়া হবে।

কুয়েতের আইনে বিদেশিদের সে দেশে বিক্ষোভ বা আন্দোলন করার অনুমতি নেই। তাই যারা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের নির্বাসন দেয়া হবে। সেই সঙ্গে কালো তালিকাভুক্তও করা হবে।

কুয়েতের সংবাদমাধ্যমগুলো বলছে, কুয়েত সিটিতে নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলনকারী ভারতীয়সহ এশিয়ান মুসলিম প্রবাসীদের গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

প্রবাসী মুসলমানরা গত ১০ জুন কুয়েত সিটির ফাহাহিল এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় তারা বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেন।

টুইটারে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, ৪০-৫০ জন বিক্ষোভকারী ‘আল্লাহু-আকবার’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ স্লোগান দিচ্ছেন।

পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। একপর্যায়ে দাঙ্গা পুলিশের একটি বিশাল বাহিনী বিক্ষোভ এলাকায় আসে। তারা আন্দোলনকারীদের ট্রাকে করে নিয়ে যায়।

Expats who took part in Fahaheel protest to be deported#Kuwait #Expats #India #ProphetMuhammad #NupurSharma #Nupur_Sharma #Muslimshttps://t.co/Q9nrvNRhHu

— ARAB TIMES - KUWAIT (@arabtimeskuwait) June 11, 2022

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে , বিক্ষোভে অংশ নেয়া বিদেশিদের চিহ্নিত করে গ্রেপ্তার শুরু করেছে কর্তৃপক্ষ। ভিসা বাতিল করে তাদের একটি নির্বাসন কেন্দ্রে পাঠানো হবে। পরে সেখান থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। কারা এই বিক্ষোভের আয়োজন করেছিল, তাও খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিক্ষোভকারীদের শুধু নির্বাসিত করা হবে না, কুয়েতে তারা আজীবন নিষিদ্ধ হতে পারেন। কুয়েতের দৈনিক আল রাই-এ বলা হয়, ভবিষ্যতে তাদের কুয়েতে ফেরার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কুয়েতে বিদেশিদের বিক্ষোভ ও আন্দোলন করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ভবিষ্যতে প্রবাসীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে না জড়ান, সে বিষয়েও সতর্ক করা হয়েছে প্রবাসীদের।

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কুয়েত সরকার। যদিও কুয়েত সরকার নূপুর শর্মার কটূক্তির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। শুধু তা-ই নয়, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে তারা

বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কের সময় ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর কটূক্তি করেন নরেন্দ্র মোদি সরকারের মুখপাত্র নূপুর শর্মা। প্রতিবাদে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। অন্তত ১৫ মুসলিম প্রধান দেশ বিবৃতি দিয়ে ওই কটূক্তির সমালোচনা করেছে।

ভারতেও চলছে প্রতিবাদ। কানপুর, প্রয়াগরাজসহ অনেক শহরে তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধরা। কর্ণাটকে নূপুরের কুশপুত্তলিকা বানিয়ে ফাঁসি দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন শিরোশ্ছেদে হত্যা ও ধর্ষণের হুমকি।

এ বিভাগের আরো খবর