বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মডেল বান্ধবীকে স্ত্রী করলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট

  •    
  • ৮ জুন, ২০২২ ১৮:২৪

২০১৪ সাল থেকে ওঁলাদ আর জুলিকে নিয়ে বহুবারই ছড়িয়েছে গুজব। প্যারিসে মোটরবাইকে করে বান্ধবীর অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় এক ট্যাবলয়েড পত্রিকার ক্যামেরায় ধরাও পড়েন সাবেক প্রেসিডেন্ট ওঁলাদ।

চুটিয়ে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। গুজবও বেরিয়েছে অনেক। তবে এবার আর গুজব নয়। বন্ধন। সব গুজব উড়িয়ে বান্ধবী মডেল জুলি গায়েটের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

সম্প্রতি নিতান্তই ঘরোয়ভাবে তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

২০১৪ সাল থেকে ওঁলাদ আর জুলিকে নিয়ে বহুবারই ছড়িয়েছে নানা তথ্য। প্যারিসে মোটরবাইকে করে বান্ধবীর অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় এক ট্যাবলয়েড পত্রিকার ক্যামেরায় ধরাও পড়েন ওঁলাদ।

সাবেক প্রেসিডেন্ট ওঁলাদের এটি প্রথম বিয়ে আর জুলির দ্বিতীয়। দুই সন্তানের জননী জুলির ২০০৬ সালে প্রযোজক স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।

জুলি গায়েট

বিয়ে না করলেও অন্তত দু নারীর সঙ্গে এক সঙ্গে বসবাস করেছেন ওঁলাদ। সেজোলেন রয়াল নামে এক রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। এক সঙ্গে থাকতেন তারা। সে পক্ষে আছে চার সন্তান। তবে এক পর্যায়ে বিচ্ছেদ ঘটে যায়।

এরপর প্রেসিডেন্ট ভবনে বান্ধবী ভ্যালেরিয়ে থ্রিয়েরউয়েলার সঙ্গে থাকতে শুরু করেন ওঁলাদ। চুকে যায় সে সম্পর্কও। এরপরই তার জীবনে আসেন জুলি।

ফ্রাঁসোয়া ওঁলাদ ও জুলি গায়েট

মধ্য ফ্রান্সের টুলের মেয়র বার্নাড কমবিসের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকায় সাবেক এই ফরাসি প্রেসিডেন্টের বিয়ের খবর প্রকাশিত হয়েছে। এতে এ দম্পতির ছবিও ছাপা হয়েছে।

অত্যন্ত ছোট পরিসরে পারিবারিক আয়োজনে এ দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার। বিয়ের আগেরদিনই ৫০তম জন্মবার্ষিকীর কেক কাটেন জুলি।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আয়োজনে ২০২১ সালে জুলির সঙ্গেে একটি সিনেমায় অভিনয় করা গায়ক বেঞ্জামিন বাইয়োলের উপস্থিত থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

৬৭ বছর বয়সী ওঁলাদ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

এ বিভাগের আরো খবর