বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড ‘২৫ বছরের কম সময়ে স্বাধীন’

  •    
  • ৮ জুন, ২০২২ ০৯:৩০

ইরানের জেনারেল হায়দারি বলেন, ‘শত্রুপক্ষ (ইসরায়েল) কোনো ধরনের ভুল করলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহ খামেনি) আদেশে আমরা তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেব।’ ওই সময় তিনি ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড দুই যুগের মধ্যে মুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চল ২৫ বছরের কম সময়ের মধ্যে স্বাধীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের সেনাবাহিনীর পদাতিক ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।

স্থানীয় সময় মঙ্গলবার দেয়া এক বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

হায়দারিকে উদ্ধৃত করে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের বিষয়ে কোনো ভুল করলে তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেবে তেহরান।

ইরানের জেনারেল বলেন, ‘শত্রুপক্ষ (ইসরায়েল) কোনো ধরনের ভুল করলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহ খামেনি) আদেশে আমরা তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেব।’

ওই সময় তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড দুই যুগের মধ্যে মুক্ত করা হবে।

আরব দেশগুলোর সঙ্গে একাধিক যুদ্ধে ফিলিস্তিনের বড় অংশ ও গোলান উপত্যকার দখল নেয় ইসরায়েল।

দেশটির কাছ থেকে দখলকৃত ভূমি পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন হায়দারি। তিনি বলেন, ‘আজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক ও প্রতিরক্ষাগত অর্জনগুলো শত্রুদের চোখের কাঁটা।’

ইরানের জেনারেল বলেন, সেনাবাহিনীর পদাতিক ফোর্সের ড্রোন ও অপারেশনাল ক্ষেপণাস্ত্রগুলো আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে।

কৌশলগত ড্রোন ঘাঁটি ৩১৩-এর কথা উল্লেখ করে ইরানের সেনবাহিনীর এ কর্মকর্তা বলেন, শত্রুদের যেকোনো বিবেচনাহীন হামলার জবাব দেয়া হবে এসব সরঞ্জামাদি নিয়ে।

ওই সময় পদাতিক ফোর্সের অস্ত্রগুলোর পরিবর্তন, হালনাগাদকরণ ও আঞ্চলিকীকরণ হচ্ছে বলে জানান হায়দারি।

এ বিভাগের আরো খবর