পুলিশ বলছে, এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট না। তবে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মধ্য জার্মানির শহর ফ্রাঙ্কফুর্টের কাছে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। শহরের উত্তরে শোয়ালমস্ট্যাডের একটি সুপার মার্কেটে স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, শোয়ালমস্ট্যাডে বন্দুক হামলার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনের মরদেহ উদ্ধার করেন। এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট না। তবে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ফ্রাঙ্কফুর্ট থেকে গাড়িতে ৯০ মিনিটের দূরত্বে শোয়ালমস্ট্যাডের অবস্থান। গ্রামীণ মাঝারি আকারের এই শহরে অন্তত ২০ হাজার মানুষের বাস।