বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাবুলে তালেবানের সঙ্গে প্রথম বৈঠক ভারতের

  •    
  • ৩ জুন, ২০২২ ০৯:০১

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতীয় প্রতিনিধিদল আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে পরিদর্শনে যাওয়ার চেষ্টা করবে, যেখানে ভারত-সহায়তা প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অবশ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধিদলে কারা রয়েছেন, সফরের সময়কাল, পরিদর্শন করা স্থান এবং বৈঠকের সময়সূচির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত বছরের আগস্টে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভারতীয় প্রতিনিধিদল ও তালেবান প্রথমবারের মতো কাবুলে বৈঠকে মিলিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার কাবুলে এই বৈঠক হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে মুহূর্তেই পশ্চিমা সমর্থিত কাবুল সরকারের পতন হয়। ক্ষমতায় আসে তালেবান।

এমন পরিস্থিতিতে গত বছর আগস্টে আফগানিস্তান থেকে ভারতীয় মিশনের সব কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়, তবে শুধু মিশনের কর্মীই নন, অন্যান্য পেশায় কর্মরত ভারতীয়দেরও ধাপে ধাপে দেশটি থেকে ফিরিয়ে আনা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতভিত্তিক সব কর্মকর্তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

দূতাবাস প্রসঙ্গে বাগচী বলেন, স্থানীয় কর্মীরা কাজ চালিয়ে যাছেন এবং আমাদের প্রাঙ্গণের যথাযথ রক্ষণাবেক্ষণ করছেন।

তালেবানের সঙ্গে ভারতের হঠাৎ এই সম্পৃক্ততার ব্যাখ্যা দিতে গিয়ে আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন বাগচী।

তিনি বলেন, ‘আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কগুলো আফগানিস্তানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে পথ দেখাবে।’

ভারতীয় প্রতিনিধিদলের কাবুল সফরের উদ্দেশ্য সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতীয় প্রতিনিধিদল তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করবেন এবং আফগান জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তার বিষয়েও আলোচনা করবেন। ’

ভারতীয় প্রতিনিধিদল তালেবানের সঙ্গে আলোচনায় মিলিত হলেও ভারত এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রতিনিধিদলের সফরে স্পষ্ট যে তালেবানের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় ভারত।

এদিকে তালেবান নেতা আমির খান মোত্তাকি, যিনি ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেছেন, তারা (তালেবান) চায় ভারত আফগানিস্তানে স্থগিত প্রকল্পগুলো আবার শুরু করুক, দূতাবাস পুনরায় চালু করুক এবং আফগান ছাত্র ও রোগীদের কনস্যুলার সেবা প্রদান করুক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতীয় প্রতিনিধিদল আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শনে যাওয়ার চেষ্টা করবে, যেখানে ভারত-সহায়তা প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অবশ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধিদলে কারা রয়েছেন, সফরের সময়কাল, পরিদর্শন করা স্থান এবং বৈঠকের সময়সূচির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এর আগে তালেবানের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছিল যাতে দেশটি আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যবিষয়ক কাজ করার বিষয়টি বিবেচনা করে।

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্ক ছিল। তবে গত বছর আগস্টে গনি সরকারের পতনের পর দেশটিকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করছে আফগানিস্তান। এবার ভারত তালেবান সরকারের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে।

এ বিভাগের আরো খবর