বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে: ইউক্রেন

  •    
  • ২ জুন, ২০২২ ২১:৪১

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রায় পুরো রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষা করতে হবে। রাশিয়ার সব বাহিনী মিলে এই আগ্রাসন চালাচ্ছে।’

ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রুশ বাহিনী দখলে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনলাইনে লুক্সেমবার্গের পার্লামেন্টে দেয়া ভাষণে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমাদের প্রায় পুরো রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষা করতে হবে। রাশিয়ার সব বাহিনী মিলে এই আগ্রাসন চালাচ্ছে। মস্কোর বাহিনীর সামনের সারি এক হাজার কিলোমিটারের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে আছে।’

এ পর্যন্ত পাওয়া সামরিক সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। আরও অস্ত্র পাঠিয়ে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৬১ শিশু নিহত হয়েছে, আহতের সংখ্যা কমপক্ষে ৪৬০। হতাহতের এসব ঘটনা ঘটেছে যুদ্ধ চলছে না এমন সব অঞ্চলে।

রুশ বাহিনীর বিরুদ্ধে আরও ভয়ংকর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির দাবি, দুই লাখ শিশুকে জোরপূর্বক মস্কোয় নিয়ে গেছে রুশ বাহিনী। পরে তাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ চালাচ্ছে রাশিয়া। পূর্বাঞ্চলে এরই মধ্যে শক্ত অবস্থানে আছে পুতিন বাহিনী। আর পশ্চিমা সামরিক অস্ত্রের সহায়তায় প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

এ বিভাগের আরো খবর