এক লাফে পাকিস্তানে ভোজ্যতেলের দাম বেড়েছে অনেক। বেড়েছে ঘিয়ের দামও। এতদিন যে দামে বিক্রি হতো, তার চেয়ে আকস্মিকভাবে ২১৩ রুপি বাড়িয়ে দেশটিতে এখন ভোজ্যতেলের দর নির্ধারণ করা হয়েছে ৬০৫ রুপি লিটার।
পয়লা জুন থেকে নতুন এই দর কার্যকর করতে মঙ্গলবার পাকিস্তানের ইউটিলিটি স্টোরস করপোরেশন (ইউএসসি) নির্দেশনা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা, তার প্রভাব পড়েছে পাকিস্তানেও। নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে এবার। তবে কী কারণে ভোজ্যতেল ও ঘিয়ের দাম বাড়ল তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ দাম বাড়ানোর ঘোষণা দিলেও অবশ্য বাজারে তা এখনও কার্যকর হয়নি। স্থানীয় বাজারগুলোতে ঘি ও তেল বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৬০ রুপির মধ্যেই।
পাকিস্তান বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) মহাসচিব উমর ইসলাম খান ইঙ্গিত দিয়েছেন, ইউএসসি যে দাম ঘোষণা দিয়েছে শিগগিরই সেটা কার্যকর করতে পদেক্ষপ নেবেন তারা। তিনি জানান, দুই থেকে তিন বিলিয়ন অর্থ শোধ না করায় আর বাকিতে ঘি ও তেল দিচ্ছে না এই পণ্যের প্রতিষ্ঠানগুলো।
উমর ইসলাম জানান, ভোজ্যতেল পামওয়েলের চাহিদা এবংকী পরিমাণ তেল মজুত আছে তা নিয়ে বৈঠক করছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও টাস্কফোর্স।
এই মুহূর্তে করাচির দুই নদীবন্দরে এক লাখ ৬০ হাজার টন ভোজ্যতেল মজুত রয়েছে এবং এতে তিন সপ্তাহ চলবে বলে জানান তিনি।