বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজের জামা বেচে কম দামে আটা খাওয়াতে চান পাক প্রধানমন্ত্রী

  •    
  • ৩০ মে, ২০২২ ১৩:২২

শাহবাজ বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজির আটার বস্তার দাম কমিয়ে ৪০০ রুপি না করা হয় তবে আমার জামা-কাপড় বেচে সেই অর্থ দিয়ে মানুষকে কম দামে আটা খাওয়াব।

অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনে নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে কম দামে আটা খাওয়াবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাঞ্জাবের থাকারা স্টেডিয়ামে রোববার এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

বিশ্বজুড়ে নিত্যপণ্যসহ নানা পণ্যের দাম বাড়ছে। পাকিস্তানেও বাড়ছে পেট্রল-ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দেশটির স্বাস্থ্য-শিক্ষার অবস্থাও খারাপ।

এমন প্রেক্ষাপটে খাদ্যপণ্যের মূল্যে কিছুটা স্বস্তি আনতে খাইবার পাখতুনখোওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আটার দাম কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শাহবাজ।

তিনি বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজির আটার বস্তার দাম কমিয়ে ৪০০ রুপি না করা হয়, তবে আমার জামা-কাপড় বেচে সেই অর্থ দিয়ে মানুষকে কম দামে আটা খাওয়াব।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, 'আমি আবারও বলছি, আমি আমার জামা-কাপড় সব বিক্রি করে কম দামে মানুষকে আটা খাওয়াব।'

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশকে তিনি সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়ে গেছেন। দেশকে অর্থনৈতিক সংকটের মুখে ফেলে গেছেন ইমরান খান।

শাহবাজ বলেন, 'দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যেতে প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করব।'

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।

পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ।

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফ অভিশংসিত হওয়ার পর ২০১৮ সালে চার দলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান। তার সরকারের মেয়াদ ছিল ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।

এ বিভাগের আরো খবর