বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেপালে বিমান বিধ্বস্ত: ১৪ মরদেহ উদ্ধার

  •    
  • ৩০ মে, ২০২২ ১১:১১

বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর রোববার উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাংয়ের সানো সোয়ার ভিরে রোববার বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে দুর্গম এলাকায় বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।

নেপালে তারা এয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে এখন পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদের দেহাবশেষের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলাও ১৪ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানটি পাহাড়ে আছড়ে পরে টুকরা টুকরা হয়ে যায়।

মূল ঘটনাস্থল থেকে ১০০ মিটার ব্যাসার্ধে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

নেপাল সেনাবাহিনী সোমবার জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে রোববার উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাংয়ের সানো সোয়ার ভিরে রোববার বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

বিমান বিধ্বস্তের এলাকাটি খুবই দুর্গম হওয়ায় সেখানে একমাত্র হেলিকপ্টারে যাতায়াত সম্ভব। রোববার বিমানটি শনাক্ত হলেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এয়ারের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন।

রোববার সকালে বিমানটি নিখোঁজ হয়। নেপালের কর্মকর্তারা জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় ওই উড়োজাহাজটি। কিছু সময় পরই পাহাড়ি জেলা মুস্তাংয়ে যাওয়ার পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এতে মোট ১৯ যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজন ভারতীয় ও তিনজন জাপানি।

এ বিভাগের আরো খবর