তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় সোমবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
আরটির প্রতিবেদনে বলা হয়, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ হবে কি না, সে বিষয়ে রোববার পেসকভের কাছে জানতে চান রাশিয়ার সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, বিষয়টি পরিকল্পনায় রয়েছে।
এর আগে একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের (প্রেসিডেন্টের) সঙ্গে সোমবার ফোনালাপ করব আমি। দুই পক্ষকে সংলাপ ও কূটনীতির পথ বেছে নিতে উৎসাহ অব্যাহত রাখব আমরা।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে তুরস্ক।
ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর মতো মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয়নি আঙ্কারা। তুরস্ক দুই পক্ষের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে।
মার্চের শেষের দিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করে তুরস্ক। সে বৈঠক শেষে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ কিছু বিষয়ে অগ্রগতির কথা জানায়। যদিও বৈঠকে যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমাধান আসেনি।