বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুশ তেলে ঘুরবে শ্রীলঙ্কার শোধনাগারের চাকা

  •    
  • ২৯ মে, ২০২২ ০৯:৪৮

দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেন, ‘এই অপরিশোধিত জ্বালানির মাধ্যমে গত ২৫ মার্চ থেকে বন্ধ দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চাকা ফের ঘুরবে।’

তীব্র অর্থনৈতিক মন্দাসহ তেল সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার একমাত্র জ্বালানি শোধনাগারে আবারও কাজ শুরু হবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেলের একটি চালানের মাধ্যমে সচল হবে কমপক্ষে ৬৫ দিন বন্ধ থাকা দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চাকা।

শনিবার দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।

সাত কোটি ২৬ লাখ ডলার পরিশোধ করতে না পারায় এক মাসেরও বেশি সময় ধরে দেশটির বহির্নোঙ্গরে অপেক্ষমাণ ছিল রুশ তেলবাহী কনটেইনারটি।

দুবাইয়ের তেল কোম্পানি কোরাল এনার্জির মাধ্যমে ৯০ হাজার টন অপরিশোধিত রুশ জ্বালানির চালানটি হাতে পেয়েছে শ্রীলঙ্কা।

মন্ত্রী আরও বলেন, ‘এই অপরিশোধিত জ্বালানির মাধ্যমে গত ২৫ মার্চ থেকে বন্ধ দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চাকা ফের ঘুরবে।’

‘অপরিশোধিত এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সহায়তার জন্য রাশিয়াসহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখেছি আমি।’

মন্ত্রী আরও বলেন, ‘রুশ জ্বালানির পরবর্তী চালানটিও একই কোম্পানির মাধ্যমে আসবে। শোধনাগারটি সচল রাখতে আগামী দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় চালানের প্রয়োজন হবে।’

শ্রীলঙ্কায় তেল সরবরাহের কারণে ইউক্রেনের হামলার জেরে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ওপর ফের কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নানা সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেয়া ভাষণে গত ১৭ মে দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, মাত্র এক দিন ব্যবহার করা যাবে, এই পরিমাণ পেট্রল দেশটিতে মজুত রয়েছে।

গত ১৮ মে জ্বালানির জন্য আরও দুই দিন অপেক্ষা করতে জনগণের প্রতি আহ্বান জানান দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। মাসব্যাপী দেশটির পেট্রল পাম্পগুলোর সামনে দেখা গেছে যান ও মানুষের দীর্ঘ লাইন।

এ বিভাগের আরো খবর