বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলার অভিযোগ নিয়ে আদালতে যাবেন ইমরান

  •    
  • ২৯ মে, ২০২২ ০৮:৫৭

ইমরান খান বলেন, ‘আমরা সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ করব। আদালতের কাছে জানতে চাই, এই দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতান্ত্রিক দলের অধিকার কি না। শান্তিপূর্ণ আন্দোলন করলেও কি এভাবে হামলা চলতে থাকবে?’

ইসলামাবাদে কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে যাবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় সময় শনিবার খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডন।

জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়ে একের পর এক সমাবেশ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান। সর্বশেষ ইসলামাবাদ অভিমুখে ২৫ মে আজাদি মার্চ বা লং মার্চের ডাক দেন তিনি।

ওই লং মার্চে তার দলের নেতা-কর্মীদের ওপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ইমরান।

তিনি বলেন, ‘আমরা সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ করব। আদালতের কাছে জানতে চাই, এই দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতান্ত্রিক দলের অধিকার কি না। শান্তিপূর্ণ আন্দোলন করলেও কি এভাবে হামলা চলতে থাকবে?’

সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও অভিযোগ জানানো হবে বলে জানান ইমরান খান।

পিটিআই চেয়ারম্যান জানান, লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোহাইল চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আকবর নাসির খানের বিরুদ্ধে মামলা করা হবে। এদের নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

তাদের ওপর হামলার ঘটনা নিয়ে কেমন পদক্ষেপ নেয়া হয়, সেটি গণতন্ত্রের পরীক্ষা মন্তব্য করে ইমরান বলেন, এটা বিচারিক প্রক্রিয়ার জন্যও একটি পরীক্ষা।

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে লং মার্চ নিয়ে গত বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইমরান খান। পরে বৃহস্পতিবার সকালে জিন্নাহ অ্যাভিনিউতে নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। ওই সময় হামলার মুখে পড়েন তার নেতা-কর্মীরা।

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।

পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ।

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফ অভিশংসিত হওয়ার পর ২০১৮ সালে চার দলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান। তার সরকারের মেয়াদ ছিল ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।

এ বিভাগের আরো খবর