বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনকে সহায়তার আগে নিজেদের স্কুলের নিরাপত্তা দরকার: ট্রাম্প

  •    
  • ২৮ মে, ২০২২ ০৯:২৯

ট্রাম্প বলেন, ‘ইরাক-আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। বিনিময়ে আমরা কিছুই পাইনি।’

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পাঠানোর আগে বরং নিজ দেশের স্কুলের নিরাপত্তায় সরকারের অর্থ ব্যয় করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

টেক্সাসের হিউস্টনে আগ্নেয়াস্ত্র নিয়ে চলমান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) সম্মেলনে স্থানীয় সময় শুক্রবার তিনি এ মন্তব্য করেন।

বিবিসি জানিয়েছে, বন্দুকধারীর হামলায় টেক্সাসে সম্প্রতি একটি প্রাথমিক স্কুলে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষাপটে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা পাঠাতে পারে, তবে এর আগে আমাদের শিশুদের নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে আমাদের সক্ষম হওয়া উচিত।’

ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘ইরাক-আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। বিনিময়ে আমরা কিছুই পাইনি।’

যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের কাছে নিজেদের একটা জাতি হিসেবে দেখানোর আগে, আমাদের দেশে নিজেদের সন্তানদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা উচিত।’

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৫৪ বিলিয়ন ডলার অর্থ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আরও ৩১ বিলিয়ন ডলার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

অস্ত্র নিয়ে কড়া আইনের বিপক্ষে মত দিয়ে ট্রাম্প বলেন, ‘শয়তানের বিরুদ্ধে লড়তে ভদ্র নাগরিকদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া উচিত।’

এ বিভাগের আরো খবর