বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেক্সাসের স্কুলে হামলায় নিহত স্ত্রীর ‘শোকে’ স্বামীর মৃত্যু

  •    
  • ২৭ মে, ২০২২ ১৫:১৩

ইরমা গার্সিয়ার ভাইয়ের ছেলে জন মার্টিনেজ এক টুইট বার্তায় জানান, স্ত্রীর শোকে মারা গেছেন জো গার্সিয়া। জো ও ইরমার ২৪ বছরের বিবাহিত জীবনে চার সন্তান রয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত হন স্কুলশিক্ষক ইরমা গার্সিয়া। এই শিক্ষিকার মৃত্যুর দুই দিনের মাথায় তার স্বামীর মৃত্যুর খবর জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট অ্যাটাকে জো গার্সিয়ার মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবারের বন্দুক হামলায় নিহত দুই শিক্ষকের একজন ছিলেন ইরমা। ৪৬ বছর বয়সী ইরমা ২৩ বছর ধরে রব এলিমেন্টারি স্কুলে শিক্ষকতা করে আসছিলেন।

জো ও ইরমার ২৪ বছরের বিবাহিত জীবনে চার সন্তান রয়েছে।

ইরমা গার্সিয়ার ভাইয়ের ছেলে জন মার্টিনেজ এক টুইট বার্তায় জানান, স্ত্রীর শোকে মারা গেছেন জো গার্সিয়া।

টেক্সাসের উভালদে শহরের স্কুলটিতে বন্দুকধারীর গুলিতে সেদিন ১৯ শিক্ষার্থীসহ দুই শিক্ষিকা নিহত হন।

গুলিতে নিহত আরেক শিক্ষকের নাম ইভা মিরেলেস। চতুর্থ শ্রেণির দায়িত্বে থাকা ৪৪ বছর বয়সী ইভা মিরেলেস শিক্ষকতা পেশায় ছিলেন ১৭ বছর।

তিনি একজন পুলিশ কর্মকর্তাকে বিয়ে করেছিলেন, যিনি স্কুলটিতে শুটিং প্রশিক্ষক হিসেবে কর্মরত।

বন্দুকধারীর নাম সালভাদর রামোস। ১৮ বছর বয়সী এই তরুণ পুলিশের গুলিতে নিহত হন। নর্থ ডাকোটায় জন্ম নেয়া রামোস থাকতেন উভালদে শহরে।

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের পক্ষ নেয়া বন্ধের পাশাপাশি এই ধরনের বন্দুক হামলার ঘটনা যাতে ফের না হতে পারে, সে বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর