বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদে অপরাধ করলে শাস্তি

  •    
  • ২৫ মে, ২০২২ ২১:৪১

গত ২৯ এপ্রিল এ সংক্রান্ত আইনের একটি প্রাথমিক খসড়া প্রস্তাব করেছে কানাডার হাউজ অব কমন্স।

চাঁদে অপরাধ করলে পেতে হবে শাস্তি। এ নিয়ম চালু করতে যাচ্ছে কানাডা সরকার। গত ২৯ এপ্রিল এ সংক্রান্ত আইনের একটি প্রাথমিক খসড়া প্রস্তাব করেছে দেশটির হাউজ অব কমন্স।

চাঁদের জন্য আমেরিকান মহাকাশ সংস্থা-নাসা একটি মহাকাশ স্টেশনের প্রস্তাব দেয় যা লুনার গেইটওয়ে নামে পরিচিত। সেখান থেকে চাঁদে বা চাঁদ থেকে স্টেশনে ভ্রমণের সময় কোনো নভোচারী অপরাধ করলেও এ আইনের আওতায় তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এ আইনের আওতায় কানাডিয়ান নভোচারীরা চাঁদ-সংক্রান্ত কোনো অপরাধ করলে তিন ক্ষেত্রে এ শাস্তি পাবেন। তা হলো- চাঁদে যাওয়ার পথে, কোনো অপরাধ করলে, চাঁদে অবস্থান করে, এবং চাঁদ থেকে ফেরত আসার পথে অপরাধ করলে।

একটি প্রতিবেদনে বলা হয়, বিল সি-১৯ নামের ওই খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মহাকাশ ভ্রমণের সময় এমন কোনো কাজ করেন যা কানাডায় অপরাধ হিসেবে বিবেচিত হয়, তবে সেটি সেভাবেই অপরাধ হিসেবেই গণ্য হবে।

যদিও এর আগেই কানাডার ফৌজদারি দণ্ডবিধিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোনো অপরাধ সংঘটনের জন্য শাস্তির বিধান ছিল। এবার নির্দিষ্ট করে চাঁদের জন্য এ ধরনের দণ্ডবিধি রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রথম দেশ হিসেবে কানাডা ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্টেমিস চুক্তি করে। এই চুক্তিতে দেশটি তার মহাকাশে প্রবেশাধিকার দেয়ার জন্য প্রস্তুত।

চাঁদ নিয়ে মানুষের আগ্রহের এখানেই শেষ নয়। বিখ্যাতদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও চাঁদে জমি কিনছেন। আর এ জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করতে হয় আগ্রহীকে।

এ বিভাগের আরো খবর