ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যেই বেলারুশ সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি করছে ইউক্রেন, এমন অভিযোগ করেছেন বেলারুশ নিরাপত্তা পরিষদের প্রধান।
রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ নিরাপত্তা পরিষদের প্রধান আলেকজান্ডার ভলফোচিভ বেলারুশ-১ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা বেলারুশ সীমান্ত বরাবর কয়েকটি স্থানে জড়ো হয়েছে। তারা ল্যান্ডমাইন স্থাপন ও ব্যারিকেড তৈরির কাজ করছে এবং কিছু নাশকতাকারী দল বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করছে।
বেলারুশের অনুমান, প্রায় ১০ হাজার ৫০০ ইউক্রেনীয় সেনা উত্তর-পশ্চিম রোভনো অঞ্চলে, ৪ হাজার ৫০০ পূর্ব চের্নিগভে ও প্রায় ৩ হাজার ৫০০ কিয়েভের বাইরে মধ্য ইউক্রেনে জড়ো হয়েছে।
সাম্প্রতিক কিছু ইস্যুতে বেলারুশের সঙ্গে ইউক্রেনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। রুশ সেনারা ইউক্রেনের ওপর একাধিক দিক থেকে সামরিক অভিযান পরিচালনা করে, যার মধ্যে বেলারুশের অঞ্চলও ছিল।
যদিও বেলারুশ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করেছে। এমনকি কিছুক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্ততার ক্ষেত্রেও ভূমিকা পালন করতে দেখা গেছে বেলারুশকে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।