বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কায় জ্বালানি মজুতদারির বিরুদ্ধে অভিযান

  •    
  • ২২ মে, ২০২২ ২২:২৭

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে গ্যাস স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা বিপুল মানুষ চড়া দামে জ্বালানি কিনছে। যথেষ্ট জ্বালানি থাকা সত্ত্বেও দীর্ঘ সারি জনগণের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

শ্রীলঙ্কায় বেশি মুনাফার লোভে জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। কলম্বোয় পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, রোববার থেকে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ।

কয়েক দিন জ্বালানিশূন্য থাকার পর শনিবার রাতে কলম্বো বন্দরে থাকা পেট্রলবাহী জাহাজ থেকে আনলোডের কাজ শুরু হয়। শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, আগামী ২৫ মে পেট্রল বহনকারী আরেকটি জাহাজ বন্দরে নোঙর করবে।

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে গ্যাস স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা বিপুল মানুষ চড়া দামে জ্বালানি কিনছে। যথেষ্ট জ্বালানি থাকা সত্ত্বেও দীর্ঘ সারি জনগণের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

করোনা মহামারি, বিদ্যুতের ক্রমবর্ধমান দাম এবং পপুলিস্ট ট্যাক্স কমানোর কারণে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈদেশিক মুদ্রার দীর্ঘস্থায়ী ঘাটতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।

এই পরিস্থিতিতে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জনরোষ বাড়ছেই। কিছুদিন আগে বিক্ষোভের মুখে পদ ছাড়েন প্রেসিডেন্ট গোতাবায়ার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এ বিভাগের আরো খবর