ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল চরম খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেন যুদ্ধের কারণে যে নাটকীয় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, তাতে বিশ্বের বিভিন্ন অংশে ক্ষুধা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে।’
ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠক শেষে এসব জানান গুতেরেস। বলেন, ‘ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আরও বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে আরও মানুষকে সরিয়ে নেয়া হবে বলে আশা করি।’
ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে বলে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। বলেছেন, দ্রুত শান্তি আলোচনা শুরুর কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না তিনি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ছবি: এএফপি
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে শস্য, রান্নার তেল, জ্বালানি এবং সারের দাম হু হু করে বাড়ছে। জাতিসংঘ বলছে, দাম বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ভুগবে আফ্রিকার দেশগুলো। ওই অঞ্চলে খাদ্যসংকট আরও ভয়াবহ হয়ে উঠবে।
ইউক্রেনে রুশ অভিযানের কারণে কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। শস্য এবং অন্যান্য পণ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ রুট।
ইউক্রেন থেকে সাড়ে চার লাখের বেশি শরণার্থী ইউরোপের অন্যতম দরিদ্র দেশ মলদোভায় আশ্রয় নিয়েছে। বিপুল শরণার্থী আশ্রয় দেয়ায় বিপাকে আছে ইউরোপের দরিদ্র দেশটি। তাদের পাশে দাঁড়াতে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।
তিনি বলেন, ‘এই যুদ্ধ চিরকাল স্থায়ী হবে না। একটা সময় আসবে যখন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা হবে। তবে অদূর ভবিষ্যতে সেই সময়টি দেখতে পাচ্ছি না।’