বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে হুমকি দিয়েছেন রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ফলে দেশটির ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে গেলে মাস্কের পক্ষ থেকে স্টারলিঙ্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার প্রযুক্তি দেশটিতে সরবরাহ করায় এ হুমকি দেয়া হয়েছে।
রোববার রাতে এক টুইট বার্তায় ইলন মাস্ক রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগজিনের দেয়া বক্তব্য তুলে ধরেছেন। রোগজিন নিজেই টেলিগ্রাম চ্যানেলে এই বিবৃতিটি পোস্ট করেছিলেন।
রুশ মহাকাশ সংস্থার প্রধান টেলিগ্রাম বার্তায় লেখেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৩৬তম মেরিন ব্রিগেডের বন্দীকৃত চিফ অফ স্টাফ দিমিত্রি কোরমিয়ানকভ বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মেরিন শাখা হেলিকপ্টার দিয়ে মারিওপোলে নব্য নাৎসিদের ইন্টারনেট সেবা দেয়ার জন্য স্টারলিঙ্কের গ্যাজেট সরবরাহ করা হয়েছিল। ইউক্রেনের ফ্যাসিস্ট বাহিনীকে যোগাযোগ সরঞ্জাম সরবরাহের সঙ্গে ইলন মাস্ক জড়িত।’
ইলন মাস্ককে উদ্দেশ করে সে সময় রোগজিন বলেন, 'অবশ্যই আপনাকে (ইলন মাস্ককে) জবাবদিহি করতে হবে।'
ইউক্রেনীয় কর্মকর্তাও বলছেন, স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তি ইউক্রেনীয় বাহিনীকে ড্রোন যুদ্ধে জয়ী হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। কারণ স্টারলিঙ্ক থেকে প্রাপ্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহের ফলে ইউক্রেনের ড্রোনগুলো নির্ভুলভাবে রাশিয়ার ট্যাংকগুলো শনাক্ত করতে পারছে।
তবে রোগজিনের টেলিগ্রাম বার্তার জবাব দিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, নাৎসি শব্দের মানে তিনি (রোগজিন) যা জানেন, এটি ঠিক তা নয়।
রুশ উচ্চপদস্থ কর্মকর্তার হুমকির কারণে নিজের জীবনের প্রতি শঙ্কাও প্রকাশ করেছেন। তিনি এক টুইটবার্তায় বলেন, ‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, তা জেনে যেতে ভালো লাগত।’
এমন পরিস্থিতিতে টুইটারে তার অনুসারী, ভক্তদের পাশাপাশি ইলন মাস্কের মা মায় মাস্ক টুইট নিয়ে বলেন, এটি মজার বিষয় নয়। এ সময় তিনি অ্যাংরি রিঅ্যাক্টও দেন। জবাবে ইলন মাস্ক বলেন, ‘দুঃখিত, আমি বেঁচে থাকার চেষ্টা করব।’
That’s not funny😠😠 https://t.co/KgLAzY3F8s
— Maye Musk (@mayemusk) May 9, 2022এর আগে ইলন মাস্ক ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বৈত লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই ইলন মাস্ককে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলছেন রোগজিন। এর আগেও তিনি ইলন মাস্ককে ‘ছোট শয়তান’ বলে আখ্যা দেন ও টেসলার সাইবার ট্রাকের সমালোচনা করেন। এমনকি টুইটার কেনার প্রচেষ্টার সময় তিনি মাস্ককে মানিব্যাগ হিসেবে আখ্যায়িত করেন এবং প্ল্যাটফর্মে বাকস্বাধীনতা আনার বিষয়টি নিয়েও উপহাস করেন।
তবে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। যুদ্ধ শেষের পর এই উদ্যোক্তাকে ইউক্রেন সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
ইলন মাস্ক স্টারলিঙ্ক প্রতিষ্ঠা করেন মহাকাশ থেকে সারাবিশ্বে লো লেটেন্সির ইন্টারনেট সরবরাহ করার জন্য। পাশাপাশি স্পেসএক্সের মঙ্গল অভিযানের খরচ তুলে আনার জন্য। তবে ইউক্রেনে সামরিক অভিযানে এটি যুদ্ধবিধ্বস্ত দেশে ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করে এক অর্থে প্রতিষ্ঠানটি নিজেদের সক্ষমতা তুলে ধরেছে। বর্তমানে লো অরবিটে প্রায় ২ হাজার স্টারলিঙ্ক স্যাটেলাইট রয়েছে। ২০২৬ সালের আগে এই সংখ্যা ১২ হাজারে দাঁড়াতে পারে।