হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বেইজিংপন্থি জন লি। ৬৪ বছর বয়সী লি ক্যারি লামের স্থালাভিষিক্ত হবেন।
আগে চীনের বাণিজ্যপ্রধান অঞ্চলটির নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন লি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেতা হিসেবে রোববার লিকে মনোনীত করে বেইজিং সমর্থিত একটি কমিটি।
হংকংয়ে এই নির্বাচন জনগণের ভোটে হয় না। প্রায় দেড় হাজার সদস্যের একটি কমিটি নগরীর প্রধান নির্বাহী নির্বাচন করে।
এবারের নির্বাচনে লি ছিলেন একমাত্র প্রার্থী।
সকালে এই কমিটির ভোট অনুষ্ঠিত হয়। লি পেয়েছেন ১ হাজার ৪১৬ ভোট। আর তার বিপক্ষে ভোট দিয়েছেন আটজন।
চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ে কঠোরভাবে বাস্তবায়নে কাজ করেছেন তিনি। হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে লির তত্ত্বাবধানেই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছিল।
সকালে ভোটকেন্দ্রের আশপাশে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ভোটের আগে কয়েকজন সেখানে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের একজন চান পো-ইয়ং। তিনি বলেন, ‘আমরা হংকংয়ের অনেক মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। চীনা স্টাইলে একজন প্রার্থী নিয়ে নির্বাচন চাই না।’
নির্বাচনের ফলকে সর্বসম্মতভাবে স্বাগত জানিয়েছে বেইজিং। তারা বলেছে, হংকংয়ে লির পক্ষে ব্যাপক জনমত আছে।
তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ইইউ লির নিয়োগকে ‘গণতান্ত্রিক নীতিবহির্ভূত’ বলে উল্লেখ করেছে।