বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কফি বিনের চালানে কোকেন

  •    
  • ৭ মে, ২০২২ ১৭:৪৩

নমুনা বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে, নেসলে কফি পড কারখানায় পাওয়া পদার্থটি কোকেন। পরে জোর অনুসন্ধানে নামে পুলিশ। এতে আরও পাঁচটি শিপিং কনটেইনার জব্দ হয়। এসব কনটেইনার থেকে মোট আধা টন কোকেন জব্দ করা হয়।

সুইজারল্যান্ডের নেসপ্রেসো কারখানায় পাঠানো কফি বিনের একটি চালানে ৫০০ কেজি কোকেন পাওয়া গেছে।

ব্রাজিল থেকে আসা ওই চালানে রহস্যময় সাদা পাউডারের সন্ধান পেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান কারখানার কর্মীরা।

ফ্রাইবার্গ পুলিশ জানায়, ‘শ্রমিকরা কফি বিনের বস্তাগুলো আনলোড করার সময় সন্দেহভাজন কিছু সাদা পদার্থ খুঁজে পান।’

নমুনা বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, নেসলে কফি পড কারখানায় পাওয়া পদার্থটি কোকেন। পরে জোর অনুসন্ধানে নামে পুলিশ। এতে আরও পাঁচটি শিপিং কনটেইনার জব্দ হয়। এসব কনটেইনার থেকে মোট আধা টন কোকেন জব্দ করা হয়।

তদন্তে দেখা গেছে, জব্দ কোকেনের ৮০ শতাংশ খাঁটি। এগুলোর আনুমানিক দাম ৫০ মিলিয়ন সুইস ফ্রাংক (প্রায় ৪১ মিলিয়ন পাউন্ড)।

এই কোকেন সুইজারল্যান্ডে নেসলের কোনো কফিপণ্যকে প্রভাবিত করেনি বলে জানা গেছে।

চলতি বছরের শুরুতে তরল কোকেন ভর্তি নারকেলের একটি বড় চালান ইতালি যাওয়ার পথে কলম্বিয়ান বন্দরে আটক হয়েছিল। লাতিন মাফিয়ারা মাদক চোরাচালানে এই রুটটি ব্যবহার করে থাকেন।

এ বিভাগের আরো খবর