সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিনির সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের বিভিন্ন শহরে বেশ কয়েকটি হামলার প্রেক্ষাপটে পশ্চিমতীরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে মধ্য ইসরায়েলে আবারও হামলার ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ জানিয়েছে মধ্য ইসরায়েলের শহর এলআদে এক হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী দুই জন ছুরি ও কুড়াল নিয়ে পার্কে পথচলার রাস্তায় হামলা করে। এখন পর্যন্ত হামলাকারীদের আটক করতে পারেনি পুলিশ। হামলাকারীদের ধরতে ইসরায়েলি পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশেপাশের এলাকায় রাস্তা আটকে দেয়া হয়েছে এবং প্রত্যেকটি গাড়িতে তল্লাশী করা হচ্ছে।
এলআদের স্থানীয় কর্তৃপক্ষ, শহরের বাসিন্দাদের ঘরে থাকতে বলেছে। শহরের অধিকাংশ বাসিন্দাই কট্টর-রক্ষণশীল ইহুদি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টুইটবার্তায় বলেছেন, এলআদ শহরের প্রাণঘাতী হামলা আমাদের হৃদয় ও আত্মাকে আহত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এলআদ শহরে হামলার নিন্দা জানিয়েছেন।
মার্চ থেকেই ইসরায়েলে হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরায়েল ও পশ্চিমতীরে বেশ কয়েকটি হামলায় একজন আরব পুলিশসহ ১৬ জন ইসরায়েলি এবং দুইজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন।
গত এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন।