বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলায় কোনোদিন সিএএ চালু করতে দেব না: মমতা

  •    
  • ৫ মে, ২০২২ ২২:৪৫

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের নাগরিক সবাই। তাদের আবার সিএএ কীসের জন্য। এই নাগরিকরাই তো ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করার হুমকিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, বাংলায় কোনোদিন সিএএ চালু করতে দেবেন না।

তৃণমূল ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মমতা এ কথা বলেন।

২০১৯ সালে সিএএ পাস করে ভারতের বিজেপি সরকার। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী আনা হয় এই বিলের মাধ্যমে।

এতে বলা হয়েছে, ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে হিন্দু, শিখ, বৌদ্ধসহ আরও কিছু অমুসলিম ধর্মাবলম্বীরা যদি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেন, তবে তারা এই আইনের আওতায় ভারতের নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত।

এসব সম্প্রদায়ের মানুষজন ভারতে ছয় বছর বসবাসের পর সেখানকার নাগরিকত্ব পাবেন, যা আগে ছিল ১১ বছর। তাদের কোনো কাগজপত্র না থাকলেও চলবে।

২০১৪ সালের নির্বাচনে জয়ের আগে ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এটি।

এই আইন পাসের পর ভারতজুড়ে তীব্র বিরোধিতার ঝড় ওঠে। প্রতিবাদ জানান মমতাও।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সিএএ ইস্যুতে কাজ করতে পারেনি বিজেপি সরকার। করোনা পরিস্থিতিরি উন্নতি হতেই আবারও এই ইস্যু আলোচনায় এসেছে।

দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার শিলিগুড়ির রেলওয়ে স্টেডিয়ামের জনসভায় অমিত শাহ বলেন, ‘তৃণমূল সিএএ-এর বিরোধিতা করছে। সে জন্য তারা গুজব ছড়াচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, করোনার দাপট কমলে, সিএএ জারি করব। আমার ভাইদের নাগরিকত্ব দেব।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মমতা দিদি আপনি তো এটাই চান যে, বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছেন, তারা নাগরিকত্ব না পান। তৃণমূলের লোকেরা স্পষ্ট করে শুনে নিন, সিএএ বাস্তব ছিল, আছে এবং থাকবে। মমতা দিদি আপনি কিছুই করতে পারবেন না।’

এর পরই অমিত শাহকে পাল্টা জবাবে মমতা বলেন, ‘দেশের নাগরিক সবাই। তাদের আবার সিএএ কীসের জন্য। এই নাগরিকরাই তো ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে।’

তিনি বলেন, ‘সিএএ তোতাপাখি। বারবার এসে একই মিথ্যা বলেন। সিএএ কোনোদিন বাংলায় চালু করতে দেব না।’

এ বিভাগের আরো খবর