স্থানীয় সময় গতকাল বিকেলে পিসিআর টেস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির পররাষ্ট্র বিভাগ থেকে বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।
তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ দিয়েছেন এবং তার শরীরে সংক্রমণের লক্ষণ মৃদু।
পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্লিঙ্কেনের সরাসরি সাক্ষাৎ হয়নি। দেশটির সংক্রামক রোগ নিয়ন্ত্রক সংস্থার (সিডিসি) নীতিমালা মেনেই প্রেসিডেন্টকে ব্লিঙ্কেনের সংস্পর্শে আসার বিষয়টি বিবেচনা করা হয়নি।
এদিকে করোনাভাইরাস শনাক্তের দিনই মৃদু লক্ষণ নিয়ে তিনি সাক্ষাৎ করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ডের সঙ্গে। ব্লিঙ্কেনের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা গেছে যে এই সাক্ষাতের ক্ষেত্রে কোভিড-১৯ মহামারির ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব মেনে চলার কথা, তা মানা হয়নি। উভয় পররাষ্ট্রমন্ত্রীর মুখেই মাস্ক ছিল না।
My thanks to Mexican Foreign Secretary @m_ebrard for his visit to Washington, D.C. I appreciate the opportunity for a constructive conversation on continued collaboration between Mexico and the United States. pic.twitter.com/lPjyjX3CIg
— Secretary Antony Blinken (@SecBlinken) May 4, 2022একই দিনে কাউন্সিল অফ আমেরিকাসের একটি অনুষ্ঠানেও ব্লিঙ্কেনকে দেখা গেছে। তার টুইটারে পোস্ট করা ছবিতে সামাজিক দূরত্বের বিষয়টি স্পষ্ট না হলেও সে সময় তার মুখে মাস্ক ছিল না।
Thank you @secBlinken for joining us for the #2022WCA private luncheon in partnership with @StateDept. It was a pleasure to be together in person to discuss priorities for the hemispheric agenda.Watch the Secretary's remarks here: https://t.co/ELHTYbtX2B https://t.co/j6V1CdnBi9
— Americas Society/Council of the Americas (@ASCOA) May 3, 2022ব্লিঙ্কেনের করোনা শনাক্তের আগের দিন ৩ মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেয়া এক ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে। সেখানেও উপস্থাপকের সঙ্গে তার সামাজিক দূরত্ব ছিল না।
এ ছাড়াও সুইডিশ প্রধানমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গেও পররাষ্ট্র বিভাগে তিনি সাক্ষাৎ করেছেন। জাপানের নিরাপত্তা উপদেষ্টা আকিবা তাকিওর সঙ্গেও দেখা করেন।
একই দিনে তিনি সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র সফররত আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজয়ানের সঙ্গে। সেখানেও সামাজিক দূরত্বের বিষয়টি মানা হয়নি। টুইটারে দেয়া ছবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীকে করমর্দনও করতে দেখা গেছে।
Today we launched the U.S.-Armenia Strategic Dialogue with Armenian Foreign Minister @AraratMirzoyan as we celebrate 30 years of diplomatic relations. The U.S. is committed to strengthening our bilateral relationship, which is strongly rooted in shared democratic values. pic.twitter.com/lhB0rKxo75
— Secretary Antony Blinken (@SecBlinken) May 2, 2022এরই মধ্যে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এবরার্ডের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। তিনি জানিয়েছেন, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সফর পূর্ব পরিকল্পনা অনুযায়ীই করবেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের করোনা শনাক্ত হওয়ায় এখন তার সংস্পর্শে আসা বাকি ব্যক্তিদের করোনা বিধি মোতাবেক কী পদক্ষেপ নেয়া হতে পারে তা জানা যায়নি।
তবে স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে বলছে, করোনাভাইরাস শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সিডিসির নীতিমালা মেনে বাসায় অবস্থান করবেন এবং ভার্চুয়াল কাজের সময়সূচি বজায় রাখবেন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ও দেশটির অধিকাংশ মানুষ টিকা কার্যক্রমের আওতায় আসায় করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।
পুরো বিশ্বে মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৩৩ লাখের বেশি ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ২৩ হাজার ৫১৩ জন।