পাকিস্তানের বিভিন্ন সংস্থা ও লবিস্ট কোম্পানি নিয়োগ দিয়ে প্রতিপক্ষের রাজনীতিকরা পিটিআই চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চরিত্রহননের জোর চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা বানোয়াট ভিডিওসহ বিভিন্ন তথ্যসামগ্রী তৈরি করছে। এমন দাবি করেছেন ইমরান খান নিজেই।
বুধবার হাম নিউজ-এ অভিনেতা শান শহিদের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইমরান।
বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলোকে রাজনীতিতে অপব্যবহার এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ-সংঘাতে এসব সংস্থাকে জড়িয়ে ফেলতে বিরোধীদের অপচেষ্টার বিষয়ে ইমরান খানকে প্রশ্ন করেছিলেন শান শহিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিআইয়ের অ্যাকাউন্টগুলোতে পুরোপুরি অসত্য ভিডিও ছড়িয়ে দেয়ার বিরোধীদের চক্রান্তের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাকে অপব্যবহারের মাধ্যমে বানোয়াট ও অসত্য ভিডিও তৈরি করে আমার বিরুদ্ধে জনগণকে উসকে দিতে ছড়িয়ে দেয়া হচ্ছে।’
‘আমাকে মাফিয়াদের মুখোমুখি হতে হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বড় হলো শরিফ মাফিয়া…. তারা সব সময় ব্যক্তিগত জীবন ও ইস্যু নিয়ে আমাকে ঘায়েল করতে চেয়েছেন। ৩৫ বছর ধরে দুর্নীতিতে জড়িয়ে আছেন তারা। যখন কেউ তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তোলে তারা সবাই একযোগে সেই ব্যক্তির চরিত্র হননে জড়িয়ে পড়েন,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও এভাবে ঘৃণ্যভাবে টার্গেট করা হয়েছিল। তাকে ‘ইহুদি লবির’ অংশ বলে অভিযুক্ত করে জেমিমার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘দেশ থেকে ঐতিহ্যের ধারক এমন টাইলস রপ্তানির ভুয়া অভিযোগ এনে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে।’
বিজ্ঞাপন বিরতির পর সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘শরিফরা ঈদের পরে আমার বিরুদ্ধে চরিত্র হননে বড় ধরনের অপচেষ্টা চালানোর প্রস্তুতি নিয়েছিল।
‘এখন যেহেতু ঈদ শেষ, আপনি দেখতে পাবেন তারা আমার চরিত্র কলঙ্কিত করতে পূর্ণ প্রস্তুতি প্রায় শেষ করেছে। তারা লবিস্ট কোম্পানি নিয়োগ করেছে, যারা আমার বিরুদ্ধে বিভিন্ন উপাদান তৈরি করছে,’ যোগ করেন তারকা ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা সাবেক এই প্রধানমন্ত্রী।