রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। গোলার আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে শহরগুলো। পশ্চিমা অস্ত্রে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা।
ঈদুল ফিতর ঘিরে যুদ্ধাবস্থায় থাকা একদল ইউক্রেনীয় সেনা শুভেচ্ছা জানিয়েছেন ইসলামিক বিশ্বকে। পাশাপাশি তুর্কি ভাষায় ‘রমজানের ছুটি শুভ হোক’ বার্তাও দিয়েছেন।
ইউক্রেনের সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, ‘প্রিয় ইউক্রেনের মুসলিম, আমাদের সেনা, নাগরিক এবং অন্যান্য দেশের অংশীদাররা! ইউক্রেনের সশস্ত্র বাহিনী আপনাকে রমজানের অভিনন্দন জানাচ্ছে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য আপনার যৌথ প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন। ইউক্রেনের ঐক্য এবং ক্রিমিয়ার মুক্তিসহ সব উদ্বাস্তু বাড়িতে ফিরতে পারবে। রুশ আগ্রাসনে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন হবে।’
এদিকে জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি অবরুদ্ধ শহর মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশিউক টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় বলেন, ‘মারিউপোলে মানবিক অভিযান চলবে যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য অর্জন করি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলছেন, মারিউপোল থেকে এ পর্যন্ত অন্তত ১০০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।
বন্দরনগরী মারিউপোলে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। শহরের আজভস্টাল স্টিল প্ল্যান্টে আটকা আছেন কয়েক হাজার বেসামরিক নাগরিক এবং ইউক্রেনীয় সেনা। এসব সেনার বেশির ভাগই নব্য-নাৎসি আজভ ব্যাটালিয়নের। মারিউপোল শহর কর্তৃপক্ষ বলছে, গোটা শহরে এখন অন্তত এক লাখ মানুষ অবরুদ্ধ আছেন।