বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মারিওপোলের গণকবরের স্থানে কী দেখলেন কানাডীয় সাংবাদিক

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১৫:০২

মারিওপোলের সাবেক মেয়র ভাদিম বয়চেঙ্কো ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে গণকবরের কথা উল্লেখ করেন। কথিত গণকবরের স্থানের আশপাশে ঘুরে দেখার সময় কবর দেয়ার কাজে সম্পৃক্ত দুজনকে কানাডীয় ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক ইভা বার্টলেট সাবেক মেয়রের গণকবরের দাবির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান, এটি কোনো গণকবর নয়, কেউ একটি গর্তেই লাশ ফেলছে না।

ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। পশ্চিমা দেশগুলো সরাসরি ইউক্রেনে সেনা না পাঠালেও দেশটিকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে, পাশাপাশি রাশিয়ার ওপর চলছে নজিরবিহীন পশ্চিমা অবরোধ। এ ছাড়া পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দাবি ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। এমনকি জানানো হয়, রুশ সেনাদের দখল করা মারিওপোলে ৯ হাজার বেসামরিক নাগরিকের মরদেহ গণকবর দেয়া হয়েছে।

এবার রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক ইভা বার্টলেট পশ্চিমা গণমাধ্যমে আসা গণকবরের স্থানে গিয়েছিলেন।

বার্টলেট জানান, ২৩ এপ্রিল আরটির সাংবাদিক রোমান কোয়ারেভের সঙ্গে মাঙ্গুশ শহরে কথিত গণকবরের স্থানে তিনি গিয়েছিলেন। তিনি যা দেখেছেন তা হলো সারিবদ্ধ কবরের সারি। যার অনেকগুলোর মধ্যে কবরেই মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যুতারিখসহ প্ল্যাকার্ড ছিল। কোনো ধরনের গণকবরের চিহ্ন সেখানে ছিল না। সেখানে মোট ৪০০টি কবরের স্থান ছিল, এর মধ্যে ১০০টি খালি।

কানাডীয় ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক ইভা বার্টলেট

তিনি এক টুইটবার্তায় বলেন, ‘পশ্চিমা গণমাধ্যমে আসা মারিওপোলের কাছে গণকবর, আরও একটি মিথ্যা সংবাদ। আমি জানি, আমি সেখানে গিয়েছিলাম।’

ইভা বার্টলেট একজন কানাডীয় সাংবাদিক। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকায় কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে তিনি কাজ করেছেন সিরিয়া ও ফিলিস্তিনে। এমনকি ফিলিস্তিনে তিনি প্রায় ৪ বছর বসবাস করেছেন।

এর আগে রাশিয়া মারিওপোলে গণহত্যা চালাচ্ছে, এমন প্রতিবেদনগুলো তৈরি করার ক্ষেত্রে প্রমাণ হিসেবে স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং কিয়েভের কর্মকর্তাদের দাবিকে বিবেচনায় নেয়া হয়েছিল।

সেসব প্রতিবেদনে দাবি করা হয়, পুরো এপ্রিল মাসে রাশিয়া ট্রেঞ্চ খুঁড়ে প্রতিদিনই সারিবদ্ধভাবে নিহত বেসামরিক নাগরিকদের কবর দিয়েছে। মারিওপোলের সাবেক মেয়র ভাদিম বয়চেঙ্কোও ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে গণকবরের কথা উল্লেখ করেন।

কথিত গণকবরের স্থানের আশপাশে ঘুরে দেখার সময় কবর দেয়ার কাজে সম্পৃক্ত দুজনকে ইভা সাবেক মেয়রের গণকবরের দাবির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান, এটি কোনো গণকবর নয়, কেউ একটি গর্তেই লাশ ফেলছে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর