ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এরই মধ্যে হতাহত হয়েছে অনেক। পরিস্থিতিত শান্ত করতে রাশিয়া ও ইউক্রেন সফরের অংশ হিসেবে এখন কিয়েভে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব কিয়েভে অবস্থানকালেই বৃহস্পতিবার শহরটিতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে ১জন নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যৌথ সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি জাতিসংঘ মহাসচিব যেই হোটেলে অবস্থান করছেন, তার কাছেই আঘাত হেনেছে।
যদিও সে সময় মহাসচিব হোটেলে ছিলেন না। সে সময় তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে আলোচনায় জাতিসংঘের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।
বিবিসিকে গুতেরেস বলেছেন, ‘আমি অবাক হয়েছি, যেই শহরে আমি অবস্থান করছি, সেই শহরেই দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে। আসলে এটি এক নাটকীয় যুদ্ধ। আমাদের এই যুদ্ধ থামাতে হবে এবং এই যুদ্ধের জন্য অবশ্যই একটি সমাধান বের করতে হবে।’
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ এই হামলার বিষয়ে বলেছেন, ‘এটি মহাসচিবের নিরাপত্তা ও বিশ্বের নিরাপত্তার ওপর একটি হামলা।’
তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
জাতিসংঘের মহাসচিব কিয়েভ সফরের আগে মস্কো সফর করেছিলেন। সে সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
মহাসচিবের আগেই কিয়েভ সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেক পশ্চিমা নেতাই কিয়েভ সফরে গিয়েছেন। তাদের সফর চলাকালীন আশপাশে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। জাতিসংঘ মহাসচিবের সফরের সময় এমনটি প্রথমবার ঘটল।