ইউক্রেনকে একপেশে সমর্থনের জন্য পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাজ্যকে নিশ্চিহ্ন করে দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাশিয়ার স্পেস এজেন্সির (রোসকসমস) প্রধান দিমিত্রি রোগোজিনের সঙ্গে আলাপকালে পুতিনের ঘোর সমর্থক ভ্লাদিমির সলোভিভ এ আহ্বান জানান। চলতি বছরের শেষে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র সারমাট-২ প্রস্তুত হচ্ছে। এ নিয়ে সলোভিভের সঙ্গে কথা বলেছিলেন রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান।
ইউক্রেনে চলা রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর আগে থেকেই মস্কো-লন্ডন সম্পর্কে টানাপড়েন চলছিল। গত ২৪ ফেব্রুয়ারি কিয়েভ আক্রান্ত হওয়ার পর সবচেয়ে বেশি তৎপর অবস্থানে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে এক করা থেকে শুরু করে মস্কোয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক সহায়তা দিচ্ছে ডাউনিং স্ট্রিট।
কদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তার সহযোগী সলোভিভকে ‘নব্য নাৎসি গ্যাং’ হত্যার ছক কষছে। যদিও এ দাবিকে মিথ্যাচার বলছে কিয়েভ।
সারমাট ক্ষেপণাস্ত্রটিকে পশ্চিমারা শয়তান-২ নামে ডাকে। এর কারণ এটির সক্ষমতা। সারমাট-২ বিশ্বের সবচেয়ে বড় এবং দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র। এটি ১৫টি ওয়ারহেড বহন করতে পারে। বিশ্বের তামাম প্রতিরক্ষাব্যবস্থা এটির কাছে অসহায়।
সলোভিভকে রোসকসমস প্রধান রোগোজিন জানিয়েছেন, ৪৬টি সারমাট-২ ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। বছরের শেষ দিকে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্কে ইউনিটে স্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছুই হচ্ছে।
পুতিনের ঘোর সমর্থক ভ্লাদিমির সলোভিভ। ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ ঘটনাকে রাশিয়ান সেনাবাহিনীর উন্নত অস্ত্রের উন্নয়নে একটি উল্লেখযোগ্য ঘটনা বলে বর্ণনা করেন তিনি।
পুতিন বলেন, ‘এটি আধুনিক সব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা ভেদ করতে পারে। এটি রাশিয়াকে বিদেশি হুমকি থেকে নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত করবে।’
ইউক্রেন ইস্যুতে পরমাণু হামলার হুমকি এর আগেও দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার জানান, রাশিয়া এখন পুরো ন্যাটোর সঙ্গে ছায়াযুদ্ধে লড়ছে। এটি পরমাণু যুদ্ধে মোড় নিতে পারে।