পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার রাজা সুলতানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
এক টুইট বার্তায় পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফাওয়াদ হোসেন এই ঘোষণা দেন বলে দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
ফাওয়াদ জানান, মঙ্গলবার সারা দেশে নির্বাচন কমিশনের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ করবেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। দলের এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
সিইসিকে ‘পক্ষপাতদুষ্ট ও অসৎ’ বলে আখ্যা দেন এই নেতা। উদ্দেশ্যমূলকভাবে পার্লামেন্টের বিরোধী দলগুলোর আসন এখনও শূন্য ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ফাওয়াদ বলেন, নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ হবে।
এর আগে শনিবার ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজা সুলতানের পদত্যাগ দাবি করেন ইমরান খান।
তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাকে পদত্যাগ করতে হবে।’অবশ্য এর আগেও সিইসি সিকান্দারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন তিনি।
বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।
পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ।
দুর্নীতির দায়ে নওয়াজ শরিফ অভিশংসিত হওয়ার পর ২০১৮ সালে চার দলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান। তার সরকারের মেয়াদ ছিল ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।