দ্বিতীয়বারের মতো ফরাসী প্রেসিডেন্ট হওয়ার পথে ইমানুয়েল মাখোঁ। রোববারের রানঅফ নির্বাচনে অতি-কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী মেরি লি পেনকে পরিস্কার ব্যবধানে পরাজিত করেছেন বলে বুথফেরত জরিপে দেখা গেছে।
জরিপ বলছে, মেরি লি পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ৫৮-৪২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন মাখোঁ। এই জরিপ সাধারণত নির্ভুল হয়। তবে মাখোঁকে নির্বাচিত ঘোষণা করার জন্য অফিসিয়াল ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ডানপন্থী আরএন (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রার্থী লি পেন ৪১.৮ শতাংশ ভোট পেয়েছেন, যা তার বিগত তিনটি নির্বাচনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট। তবে প্রাথমিক জরিপের ফল দেখেই তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং হেরে গেলেও নিজের ফলাফলকে ‘বড় অর্জন’ বলে অভিহিত করেছেন।
এদিকে ২০০২ সালে জ্যাক শিরাকের পর থেকে মাখোঁই হতে যাচ্ছেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পরপর দুই মেয়াদে বিজয়ী হয়েছেন। আর পুরো ইতিহাস টানলে মাখোঁ হবেন দ্বিতীয় মেয়াদে জয়ী ফ্রান্সের তৃতীয় প্রেসিডেন্ট।
তবে তিনি একটি বিভক্ত দেশ এবং জুনের মধ্যবর্তী নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেও ধারণা করা হচ্ছে।
জরিপ বলছে, দেশটির ২৮.২ শতাংশ ভোটার এবারের নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফল ২৭ এপ্রিল প্রকাশিত হবে বলে জানা গেছে।