অন্য দেশের বৈদেশিক রিজার্ভ জব্দ করা থেকে সরে আসতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, পশ্চিমাদের এই আচরন বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে। জাতিসংঘে চীনা দূত ঝাং জুন মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন।
ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের বৈদেশিক রিজার্ভ জব্দ করে। এর ঠিক এক মাস পর এই ইস্যুতে কথা বলল চীন।
ঝাং জুন বলেন, ‘অন্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের নির্বিচারে জব্দ করা সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ধরনের চর্চা বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিকে দুর্বল করে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা ও ঝুঁকি নিয়ে আসে। যত দ্রুত সম্ভব এসব পরিত্যাগ করা উচিত।’
নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব দূর করার আহ্বান জানিয়ে চীনা দূত বলেন, ‘এসবে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্থ হবে। অপ্রয়োজনীয় রপ্তানি নিষেধাজ্ঞাও ঠিক না।’
ইউক্রেনে মারণাস্ত্র পাঠানো বন্ধ করতে পশ্চিমাদের আহ্বান জানান ঝাং জুন। তিনি বলেন, ‘অস্ত্র সংঘাতকে বাড়িয়ে দেবে, ইউক্রেনের মানবিক সংকটকে আরও খারাপের দিকে নিয়ে যাবে।’
মার্চের শুরুতে আফগানিস্তানের সম্পদ জব্দ করার জন্য ওয়াশিংটনের কড়া সমালোচনা করেন ঝাং জুন।
গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলে, আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯ বিলিয়ন ডলারের বেশি সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পদের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেয়ার নির্দেশ দেন। প্রতিবাদে আফগানিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।