বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতার গঙ্গা ভ্রমণে নতুন আকর্ষণ সাগরী

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ১৩:৫০

সাগরী নামের এই এসি লঞ্চে ২০টি বসার আসন রয়েছে। গোটা  লঞ্চ ভাড়া করলে ৩ হাজার ৬০০ টাকা লাগবে।  প্রতি ঘণ্টায় মাথাপিছু ১৯০ টাকা, এর মধ্যে চা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে খাবার এনে কিংবা এখানে রান্না করেও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

কলকাতার গঙ্গা ভ্রমণের নতুন আকর্ষণ ২০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সাগরী। গঙ্গার সৌন্দর্য উপভোগের পাশাপাশি জন্মদিনের পার্টি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য জনপ্রতি ঘণ্টায় ১৯০ টাকা দিয়ে ভাড়া নিতে পারেন যে কেউ।

মঙ্গলবার কলকাতার মিলেনিয়াম জেটি থেকে এই আকর্ষণীয় লঞ্চ পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র, ডব্লিউবিডিএসের ম্যানেজিং ডিরেক্টর রণবীর সিং কাপুরসহ একাধিক কর্মকর্তা।

লঞ্চে বসে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘সাড়া পেলে আরও এ রকম নামাব । মিটিং, পার্টি গ্যাদারিংয়ের জন্য ভাড়া নেয়া যেতে পারে। লাঞ্চ, প্যান্ট্রি, ওয়াশরুমসহ সব আছে কম বাজেটে।’

সাগরী নামের এই এসি লঞ্চে ২০টি বসার আসন রয়েছে। গোটা লঞ্চ ভাড়া করলে ৩ হাজার ৬০০ টাকা লাগবে। প্রতি ঘণ্টায় মাথাপিছু ১৯০ টাকা, এর মধ্যে চা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে।

বাইরে থেকে খাবার এনে কিংবা এখানে রান্না করেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। জন্মদিনের পার্টিসহ অন্যান্য ছোট অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন যে কেউ।

এ বিভাগের আরো খবর