বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে নতুন মন্ত্রিসভা নিয়ে বিরোধ ক্ষমতাসীন জোটে

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ১১:৩১

মন্ত্রিসভার সদস্য নির্বাচন ও তাদের পদ বণ্টনের ক্ষেত্রেই শাহবাজের দল পিএমএল-এনেই বিরোধ রয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা ও সম্পর্কে শাহবাজের ভাতিজি ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ মন্ত্রিসভায় জ্যেষ্ঠ নেতাদের বিবেচনা না করায় অসন্তুষ্ট। এ ছাড়া পিপিপির বিলওয়াল ভুট্টোও যোগ দেননি মন্ত্রিসভায়।

ক্ষমতাসীন জোটের মধ্যে বড় ধরনের তিক্ততা ছাড়াই পাকিস্তানের সদ্য সংসদে নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৩৩ সদস্যের কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি প্রত্যাশিতই ছিল।

নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি।

পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে ২৬ জন কেন্দ্রীয় মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর নাম উল্লেখ রয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ৩৩ জন আইন প্রণেতা শপথ নিয়েছেন।

৩৩ জন মন্ত্রী ছাড়াও ৩ জন উপদেষ্টাও নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিজের দলের একটি সূত্র বলছে, মন্ত্রিসভার সদস্য নির্বাচন ও তাদের পদ বণ্টনের ক্ষেত্রেই শাহবাজের দল পিএমএল-এনেই বিরোধ রয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা ও সম্পর্কে শাহবাজের ভাতিজি মরিয়ম নওয়াজ মন্ত্রিসভায় জ্যেষ্ঠ নেতাদের বিবেচনা না করায় তিনি অসন্তুষ্ট ছিলেন। এসব নেতা পিএমএল-এনের কার্যত প্রধান নওয়াজ শরিফের ঘনিষ্ঠ বলে বিবেচিত।

যদিও শাহবাজ শরিফ দাবি করেছেন, নওয়াজ শরিফ ও সরকারের জোট মিত্রদের সঙ্গে গভীর আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

নওয়াজ শরিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একমাত্র ব্যক্তি হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জাভেদ লতিফ। যদিও তিনি মন্ত্রী হিসেবে শপথ নেননি। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তি’ নীতি মন্ত্রিসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রতিফলিত হয়নি। কারণ নওয়াজের ঘনিষ্ঠ সহযোগীদের দৃশ্যত ইরফান সিদ্দিকি, পারভেজ রশিদ, মুহাম্মদ জুবায়ের, দানিয়াল আজিজ, মুসাদ্দিককে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি মন্ত্রিসভায় যোগ দেননি। একই ভাবে আরেক পিপিপি নেতা মুস্তফা নওয়াজ খোখারকে প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেয়া হলেও পূর্ণমন্ত্রী না করা ও তার চেয়ে জুনিয়র নেতাদের পূর্ণ মন্ত্রী পদে বিবেচনা করায় তিনি প্রতিমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছেন।

পিপিপি সূত্র বলছে, মন্ত্রিসভায় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি), বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং আওয়ামী ন্যাশনাল পার্টির মতো মিত্রদের উপেক্ষা করার জন্য বিরক্ত পিপিপির শীর্ষনেতারা, যাদের পিপিপি-এর কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি তাদের প্রাপ্যতার বিষয়ে গ্যারান্টি দিয়েছিলেন।

যদিও গত সপ্তাহে চাগাইয়ে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর কথিত গুলিবর্ষণের প্রতিবাদে মন্ত্রিসভার সদস্য হতে অস্বীকৃতি জানায় বিএনপি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র ডনকে জানিয়েছে, শাহবাজের নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের পাঁচ সদস্য এখনও মন্ত্রিসভায় জায়গা পেতে বিবেচনাধীন। তারা হলেন খুররম দস্তগীর খান, আব্দুল রেহমান, রিয়াজ পীরজাদা, সরদার আয়াজ সাদিক ও মুর্তজা জাভেদ আব্বাসি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং পাকিস্তানের জনগণের উন্নতির জন্য তাদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়েছেন। বুধবার সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভার প্রথম বৈঠক ডেকেছেন।

শাহবাজ এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের প্রত্যাশা কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা জনগণের সমস্যার সমাধান করবেন। কাজ, কাজ ও একমাত্র কাজই আমাদের মূলমন্ত্র।’

এ বিভাগের আরো খবর