যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের রাজধানী কলম্বিয়ার একটি ব্যস্ত শপিং সেন্টারে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে তারা।
কলম্বিয়ার পুলিশপ্রধান ডব্লিউ এইচ হলব্রুক বলেন, ‘কলম্বিয়ানা সেন্টারে শনিবার গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হলেও, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেয়া হয়। আটক ২২ বছরের জেওয়াইন এম প্রাইসের বিরুদ্ধে অবৈধভাবে পিস্তল রাখার অভিযোগ আনা হবে।’
হলব্রুক আরও বলেন, ‘কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে শপিং মল থেকে পালানোর চেষ্টার সময় নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নানাভাবে আহত হয়েছেন আরও পাঁচজন।
‘৭৩ বছরের একজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
তদন্তকারীরা বলছেন, অন্তত তিনজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও কেউ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল জনসন বলেন, ‘খাবার খাচ্ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি। ফুড কোর্টে যারা খাচ্ছিল তারা তখন দৌড়াদৌড়ি শুরু করে।’