বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলন মাস্ককে টুইটারের বদলে শ্রীলঙ্কা কেনার পরামর্শ

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ১৬:৫৫

টুইটারে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল বাহল বলেন, ‘শ্রীলঙ্কার ঋণ ৪৫ বিলিয়ন ডলার; টুইটার কিনতে মাস্ক দিয়েছেন ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব। তিনি এখন শ্রীলঙ্কাকে কিনে নিজেকে “সিলন মাস্ক” নামে ডাকতে পারেন।’

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় ধুঁকছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার অভাবে নিত্যপণ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছে লঙ্কা সরকার। তার ওপর আছে বিপুল বৈদেশিক ঋণের বোঝা।

এমন প্রেক্ষাপটে শ্রীলঙ্কা দেশটাকেই কিনে নিতে ধনকুবের ইলন মাস্ককে ঠাট্টাচ্ছলে পরামর্শ দিয়েছেন দিল্লিভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল বাহল।

কদিন আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪৩ বিলিয়ন ডলারে কিনে নেয়ার প্রস্তাব দেন সাউথ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান শিল্পপতি ইলন মাস্ক। চলতি মাসেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন ৫০ বছরের মাস্ক।

মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং মোটরগাড়ি নির্মাণ টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন, ভবিষ্যৎ বিবেচনায় টুইটারে বড় পরিবর্তন আনতেই তিনি এটি কিনছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

মাস্কের এমন প্রস্তাব নিয়ে টুইটে ‘রসিকতা’ করলেন স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল বাহল। মাস্ককে তিনি পরামর্শ দিয়েছেন, টুইটার কেনার পরিবর্তে তিনি শ্রীলঙ্কা কিনতে পারেন।

টুইটারে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কুনাল বলেন, ‘শ্রীলঙ্কার ঋণ ৪৫ বিলিয়ন ডলার; টুইটার কিনতে মাস্ক দিয়েছেন ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব। তিনি এখন শ্রীলঙ্কাকে কিনে নিজেকে “সিলন মাস্ক” নামে ডাকতে পারেন।’

শ্রীলঙ্কার আরেক নাম সিলন। লেখার শেষে হাসির একটি ইমোজি ব্যবহার করেন কুনাল বাহল।

এর আগে ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ইলন মাস্ক।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হত্যার পরিবর্তে পুতিনের সঙ্গে ডুয়েল লড়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। জানিয়েছিলেন, তাদের লড়াইয়ে বাজি থাকবে ইউক্রেন।

কাদিরভ রুশ প্রেসিডেন্টকে কটাক্ষ করার বিষয়টি মেনে নিতে পারেননি। টেলিগ্রাম অ্যাকাউন্টে ইলন মাস্ককে ইলনা (নারী বোঝাতে ব্যবহার করা হয়) উল্লেখ করে কাদিরভ লেখেন, ‘পুতিন ও ইলন মাস্ক সম্পূর্ণ ভিন্ন ধাঁচের মানুষ। পুতিন একজন রাজনীতিবিদ, দক্ষ সেনাপতি এবং পশ্চিমা রাষ্ট্র ও আমেরিকার অন্যায়ের প্রতিবাদকারী। আর ইলন মাস্ক একজন ব্যবসায়ী ও ব্লগার।’

চেচনিয়ায় এসে মাস্ককে প্রশিক্ষণ নিয়ে ইলনা থেকে ইলনে রূপান্তর হওয়ার পরামর্শও দিয়েছিলেন কাদিরভ।

রাশিয়ায় ইলনা মেয়েদের নামের ক্ষেত্রে ব্যবহার হয়। কাদিরভ নামের পরিবর্তন করে ইঙ্গিত দিচ্ছেন যে পুতিনের মুখোমুখি হওয়ার জন্য মাস্ক যথেষ্ট পুরুষালি নন।

ইলন মাস্ক বিষয়টিকে হয়তো গুরুত্ব সহকারেই নিয়েছেন। টুইটার হ্যান্ডেলে নাম বদলে রেখেছেন ইলনা মাস্ক।

এ বিভাগের আরো খবর