বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমরান সরকারের অদক্ষতায় লোডশেডিং: শাহবাজ

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ১২:৪৭

আগের সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে দেশজুড়ে এখন লোডশেডিং হচ্ছে মন্তব্য করে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা হবে বলে অঙ্গীকার করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

পাকিস্তানে দেশজুড়ে লোডশেডিংয়ের জন্য সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পার্লামেন্টে দেয়া ভাষণে শাহবাজ শনিবার এ বিষয়ে কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ

আগের সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে দেশজুড়ে এখন লোডশেডিং হচ্ছে মন্তব্য করে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা হবে বলে অঙ্গীকার করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

মধ্যরাতের অনাস্থা ভোটে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ইমরান খানকে। এরপরই জাতীয় পরিষদে ভোটে ক্ষমতায় বসেন শাহবাজ।

বিরোধী দলকে উদ্দেশ করে শাহবাজ বলেন, ‘আগের সরকার জনগণের সমস্যার প্রতি উদাসীন ছিল। তারা ছিল অদক্ষ। তাদের অব্যবস্থাপনার কারণেই দেশজুড়ে লোডশেডিং চলছে।’

তিনি বলেন, ‘গুরুত্ব বিবেচনায় সরকার সব সমস্যা সমাধানের চেষ্টা করছে। গত তিন দিনে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি।’

প্রধানমন্ত্রী শাহবাজ জানান, আগে ৩৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো; আরও ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেয়া হয়েছে।

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আগে এদিনই করাচিতে এক সমাবেশে বক্তব্য দেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

ইমরান বলেন, ‘চোরের দল, মীর জাফররা ক্ষমতায় এসেছে। নির্বাচনে জিতে দেখান, এই মীর জাফরদের জনগণ চায় কি না।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর নেতারা তো দেশটাকে আবার লুটপাট করে খাবে। শহরে ও গ্রামে রাস্তায় নামেন। যদি ষড়যন্ত্র মেনে নেন, আপনার সন্তানরা আপনাকে ক্ষমা করবে না।’

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।

পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ।

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফ অভিশংসিত হওয়ার পর ২০১৮ সালে চার দলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান। তার সরকারের মেয়াদ ছিল ২০২৩ সালের আগস্ট পর্যন্ত।

এ বিভাগের আরো খবর