বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৮৩ দিন পর ফিরলেন চীনের ৩ নভোচারী

  •    
  • ১৬ এপ্রিল, ২০২২ ১১:৪৭

মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে কোর মডিউলে ১৮৩ দিন কাটিয়ে ফেরা তিন নভোচারীর দুজন পুরুষ, একজন নারী।

ছয় মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী।

শনিবার উত্তর চীনে অবতরণ করেন তারা। এর মধ্য দিয়ে মহাকাশে দেশটির নভোচারীদের সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হলো।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে কোর মডিউলে ১৮৩ দিন কাটিয়ে ফেরা তিন নভোচারীর দুজন পুরুষ, একজন নারী। তারা হলেন ঝাই ঝিগ্যাং, ই গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং।

চীনের তিয়াংগং স্পেস স্টেশন থেকে রওনা হয়ে শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে চীনের ভূমিতে পৌঁছান নভোচারীরা।

প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শেনজু ১৩ আবার চীনে এসে পৌঁছেছে।

গত বছরের অক্টোবরে এই তিন নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের পথে রওনা হন।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়েছিল চীন। এরই প্রেক্ষাপটে ১০ বছর ধরে মহাকাশ স্টেশন তিয়াংগং নির্মাণ করে তারা।

এ বিভাগের আরো খবর