ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যুতে নিজেদের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যাও দেন।
মোদি বলেন, ‘আশা করছি, রাশিয়া- ইউক্রেন সংকট ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমি ইউক্রেন এবং রাশিয়া দু’দেশের নেতাদের সঙ্গেই একাধিকবার কথা বলেছি। তাদের সরাসরি কথা বলার অনুরোধও করেছি।
‘আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেনের বুচায় গণহত্যার নিন্দা জানিয়েছে ভারত। নিরপেক্ষ তদন্তের দাবিও সমর্থন করেছি আমরা।’
টু প্লাস টু পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ওয়াশিংটনে বাইডেনের পাশে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দুই দেশের মন্ত্রী পর্যায়ের বার্ষিক বৈঠক ২০১৮ সাল থেকে চালু হয়, যা ‘২+২ ডায়ালগ’ নামে পরিচিত। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও মজবুত করতে এ বৈঠক হয়ে থাকে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারতের ভূমিকায় হতাশ পশ্চিমা দেশগুলো। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে তোলা একটি প্রস্তাবেও সমর্থন দেয়নি দিল্লি। এ ছাড়া চলতি মাসের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের দিল্লি সফর নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। প্রতিবাদে মস্কোয় একাধিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমাদেশগুলো। তবে এই ভারতের অবস্থান রাশিয়াকে শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে। কারণ চাহিদার প্রায় ৫০ শতাংশ অস্ত্র রাশিয়া থেকে আমদানি করে ভারত। এখন জ্বালানির বিষয়েও আলোচনা হচ্ছে বলা জানা যাচ্ছে।